আমাদের কথা খুঁজে নিন

   

“শয়তানের লেঞ্জা”

শয়তানের লেঞ্জা ধরে টান, ওরে গাছে থেকে নামা। ওর কলিজা বার করে নে, বানায়ে দে কিমা। আজ করবো ওরে ভুনা, ওর চামড়া তুলে নেনা। ওর পিছে গরম শিক ঢুকাবো, দে না তুলা ধুনা। আজ পাড়াবো ওর লাশ, ওর গলায় ভর বাঁশ।

ওর চোখ তুলে চোখের গর্তে, করবো মাছের চাষ। ওর চোখ গুলোকে দিয়ে, আজ খেলবো মারবেল। ওর কানের ফুটায় দে না ঢেলে, আগুন গরম তেল। ওর চামড়া ফুটা করে, আজ দিবো মরিচ ভরে। সাহস কতো বড় শালার, আমারে ভর করে।

আলপিন দিয়ে গুতা, চুল দিয়ে হবে সুতা। ওর ওটা দে না কেটে, বন্ধ হবে মুতা। দড়ি দিয়ে বাঁধ, মাথায় গজাল মার। মোরব্বা বানায়ে ওরে, চুলার উপর নাড়। তাও,,শেষ হয় নাই খার, ওরে আবার দিবো গাঢ়।

আমায় তোরা ছাড়, ওরে বাঁচায় সাধ্য কার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।