আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ চলবে তেলে!

জীবনটাই বাশঁময় নতুন বছরের শুরুতেই এক তাক লাগানো খবর অপেক্ষা করছে আপনার জন্য। অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এমন এক ধরনের ল্যাপটপ তৈরি করতে যাচ্ছে, যা জ্বালানি তেলে চলতে সক্ষম হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, একবার তেল দেওয়া হলে কম্পিউটার এক সপ্তাহের বেশি চলতে পারবে। শুধু তা-ই নয়, ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করেও ল্যাপটপ চালানো যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ২২ ডিসেম্বর অ্যাপল যুক্তরাষ্ট্রে দুটি পেটেন্ট আবেদন করেছে।

এ আবেদনে প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’। একটি আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমেই বিদ্যুৎ তৈরি হবে এবং সেই বিদ্যুৎ ল্যাপটপে শক্তি হিসেবে কাজ করবে। অপর আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি বহনযোগ্য কম্পিউটারকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির জোগান দেবে, যা প্রয়োজন অনুযায়ী তা থেকে চার্জও নিতে পারবে। আর এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে, যাতে ব্যাটারির আকার ও ওজন অনেক কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা। মজার ব্যাপার হলো, বোরোহাইড্রেটের সঙ্গে পানি মিশিয়ে নতুন এ উদ্ভাবিত ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে।

তবে কবে নাগাদ এ ধরনের ল্যাপটপ বাজারে আসছে এ ব্যাপারে কোনো আভাস এখনো পাওয়া যায়নি। —টাইম অবলম্বনে প্রদীপ সাহা সুত্র: প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.