আমার কিম্পিউটারে যখন উইন্ডো Xp সেটাপ ছিলো তখ যে কোন পেন ড্রাইপ ও ক্যামেরা ইউএসবি ক্যাবল লাগালেই ছবি নামতো। কিন্তু বন্ধুরা আমার কম্পিউটারে এখন উইন্ডো ৮ সেটাপ দেওয়া আছে কিন্তু আমার নাইকন D70 ক্যামেরার কোন ছবি নামাতে পারছিনা, মানে ক্যামেরা কোন ড্রাইপ দেখাচ্ছে না। উইন্ডো ৮ দেওয়ার পরে থেকেই আর ক্যামেরা থেকে ছবি ক্যাবল দিয়ে নামাতে পারিনা ফলে বাধ্য হয়ে কার্ড রিডারের মাধ্যমে ছবি নামাতে হয়। কোর বন্ধু হেলপ করবেন কি। কি করলে সরাসরি ক্যামেরা থেকে ক্যাবল দিয়েই ছবি নামাতে পারবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।