আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ফ্রিল্যান্সারদের ২৪ ঘণ্টায় ১ কোটি টাকা আয়!

আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিদিন এক কোটি টাকা বিদেশ থেকে আয় করছেন। ফ্রিল্যান্সিং এ বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। সম্মেলন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দেশের প্রযুক্তিপ্রিয় তরুণ-তরুণীরা ভালো ইংরেজি ও নানামুখী কাজ শিক্ষার মাধ্যমে মেধা ধৈর্য্যরে সঙ্গে কাজ করতে পারলে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে আউটসোর্সিং। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী ফ্রিল্যান্স-আউটসোর্সিং সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী। এতে প্রধান বক্তা ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও গণিত ওলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ সম্মেলনে সাইদুর মামুন খান বলেন, এ মুহূর্তে দেশে ৪০ হাজার ফ্রিল্যান্সার আছে। এর মধ্যে নারী মাত্র ৪ ভাগ। এক্ষেত্রে নারীদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আউটসোর্সিং ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। সরকারে র উচিত ইন্টারনেট স্পীড আর ও বাড়ানো । তাহলে এই খাত থেকে অনেক টাকা ইনকাম সম্ভব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.