আমাদের কথা খুঁজে নিন

   

কেউ আছেন সাজেশন্স দেওয়ার মতো?

ব্লগিং জগতে অশিক্ষিত বালক নামেই রিচিত আমি। ওয়েবসাইট নিয়ে পাগলামি করার টুকটাক অভ্যাস। তাই, পড়ালেখার পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে টুকটাক ওয়েবসাইটের পাগলামি নিয়ে আছি। আমার কাজকর্ম দেখুন এখানেঃ http://banglatheme.com/ ‎WordPress এর কাজ শেখার জন্য জায়গায়-আজায়গায়-কুজায়গায় মোট কথা জায়গায় জায়গায় ঘুরতাছি। কিন্তু মনমতো কিছুই পাইতাছি না।

যা হোক, কথা সেটা না। আজকে BCS Computer City গেছিলাম একটা কাজে... ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়া দেখি একটা বাংলা সিডি যেটাতে পুরা ওয়ার্ডপ্রেসের ভিডিও টিউটোরিয়াল আছে যার মাধ্যমে আমি পুরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখা যামু (সিডির নির্দেশনায় তাই লেখা ছিল)....দেইখা তো পাগলা হইয়া গেলাম....... মোটা অংকের একটা টাকা (পকেটে যা আছিল সব) দিয়া সিডিটা কিননা নাচতে নাচতে বাসায় ফিরলাম। ভাবলাম এবার আমারে ঠেকায় কেডা। একটু আগে সিডিখানা চালাইলাম। ”মাশাল্লাহ......আমি ওয়ার্ডপ্রেসের যতখানি জানি সিডিতে তার অর্ধেকও নাই, নতুন কিছুতো দূরের কথা” এখন, সামুতে টেকি ভাইয়েরা কেউ একটু হেল্পান।

একটু সাজেশন্স দেন। আমি কোন জায়গায় থেকে ওয়ার্ডপ্রেসের পুরা কাজ শিখতে পারি (একটু কম খরচে) আমারে একটু দয়া করেন গো ভাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.