আমাদের কথা খুঁজে নিন

   

হাসির কথা শুইনা এহন থেইকা বুইঝা-শুইনা হাইসেন।

চিরদিনই তোমারই তো থাকব! 'আমার একটি কথা শুনে অট্টহাসি দিল কফিল। এতে খুব রাগ হওয়ায় আমি হাত দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে জোরে চাপ দিই। সে জ্ঞান হারিয়ে ফেলে। একপর্যায়ে দেখি, সে নড়াচড়া করছে না। এরপর তার বুকে চাপ দিয়ে দম ফেরানোর চেষ্টা করি।

অনেকক্ষণ চেষ্টার পরও জ্ঞান ফেরেনি দেখে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হই। শেষে কফিলের কপালে চুমো দিয়ে বললাম, ক্ষমা করে দিয়ো বন্ধু। ' এভাবেই বন্ধু কফিলকে হত্যার বর্ণনা দিল তাঁর বন্ধু জাহিদ মাহমুদ (২০)। জাহিদ বলে, 'কফিল এবং আমি দুজনই ডেসটিনি-২০০০-এর সদস্য। ওই সূত্রেই আমাদের পরিচয় ও বন্ধুত্ব।

আমাদের বন্ধুত্বের বয়স এক মাস। ঘটনার দিন (১৮ ডিসেম্বর) কফিল আমাকে একটি রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য নিয়ে যায়। সেখানে ছিলাম রাত ৮টা পর্যন্ত। পরে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পাশের পাহাড়ে গিয়ে বসে দুজনে আড্ডা দিচ্ছিলাম। ওই সময় কফিলকে আমি ব্যক্তিগত একটি গোপন কথা বলার পর সে হাসতে থাকে।

এতে আমার প্রচণ্ড রাগ হয়। হাসার কারণ জানতে চাইলে কফিল বলে, হাসির কথা, তাই হেসেছি। এর পরই তাকে খুন করি। ' কালের কন্ঠে বাকিটাঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।