আজকে তোমার হাসির যোগ
সুতরাং তুমি হাসবে
এটাই স্বাভাবিক।
আর সে হাসিতে মূহুর্মূহ পল্লবিত হবে
সংগীতের সব কটি রাগ,
মালকোষ কি ভৈরবী
পিলু অথবা বেহাগ
সবই আজ একাকার তোমার
উচ্চকিত হাসিতে।
অনেকেই যোগ দেবে তোমার মন কাড়া
এমন হাস্য কলায়,
চায়ের দোকানের আড্ডাবাজ ছেলেগুলো
থেকে শুরু করে পাশের বাড়ির
গোমরা মুখো লোকটা,
এমনকি রিক্সাওয়ালা, বাস ড্রাইভার
অথবা ট্রাফিক সার্জেন্ট..
যে পথ দিয়েই যাবে তুমি
কেউই বাদ যাবে না তোমার ছোঁয়াচে হাসির
প্রকোপ থেকে।
আর অতি অবশ্যই হাসব আমি,
হাসব আমার বরাবরের মতই
প্রাণ ভরা হাসিটা।
যদিও গতকালকে আমার হাসির যোগ ছিল,
তুমি কিন্তু একটুও হাসোনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।