আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে বেলার খেলাগুলি ।

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন ছোটবেলায় আমাদের পছণ্দের কিছু খেলা ছিল যা আজ ক্রিকেট আর ফুটবলের চাপে হাড়িয়ে যেতে বসেছে । সেই সব খেলাগুলির একটা তালিকা করলে কেমন হয় এই ভাবনা থেকেই এই লেখার জন্ম। এই লিষ্টে ছেলে ও মেয়েদের উভয়ের খেলাই যুক্ত হবে। কুমির কুমির: এই খেলাটা বেশিরভাগ সময় খেলতাম সন্ধ্যা বেলা কারেন্ট চলে গেলে । ১০-১২ জন মিলে রাস্তার উপর পাকা করা যে স্লাব থাকত তার উপর বসে থাকতাম ।

একজন চোর হত । তার দায়িত্ব ছিল যে পাকা থেকে নামবে তাকে ছুয়ে দেওয়া । আর আমরা চেষ্টা করতাম এক পাকা থেকে আরেক পাকায় যাওয়ার। রুটি চাপ: এই খেলাটির মাজেজা একটু শক্ত চার কোনা করে একটি মাঝামাঝি সাইজের ঘর কেটে । একজনকে চোর বানানো হত ।

সে ঘরের ভেতর থাকবে আর বাইরে থেকে আমরা সবাই মিলে তাকে মারতাম। তার কাজ হল যত বেশি লোক সে ঘরে ডুকাতে পারবে সব তার দলে যাবে। এই খেলা খেলতে গিয় বন্ধুগো হাতে বহুত মাইর খাইছ । নাক্কি মুট : এইটারে অনেকে জোর বেজোর ও বলে । একটা যোগ চিহ্ন আইকা তার চার মাথায় চারটা চিহ্ন দিয় খেলাটা খেলা হইত ।

এইটা মার্বেল থেইকা শুরু করে চকলেটের খোসা এমনকি টাকা দিয়াও খেলতাম। তয় এলাকার বড় ভাইয়ারা দেখলেই কান ধইরা উঠ বস করাইত । নাক বল্টু : এই খেলাটা বেশ মজার ছিল । একজনরে চোর বানায়া তারে দুই পায়ের উপর ভর দিয়া বাকা কইরা দাড় করাইতাম । তার পর তার পিঠের উপর দিয় লাফাইতাম আর ছড়া কাটতাম ।

কুত কুত : যদিও এইটা মেয়েদের খেলা ছিল । তারপরও মাঝে মাঝে খেলতাম। সবাই মিলে ছক কেটে । তার দম বন্ধ করে সুরে সুরে ছড়া কেটে খেলাটি শেষ করতে হত । কেন জানি এই খেলাটি মেয়েরা সব সময় ভালো পারে ।

মাংস চোর : এই খেলাটি জন্য দুইটি দল ভাগ হয়ে যেতাম । তার পর ছক কেটে দু্ই দলের সীমানা নির্ধারন করে নিতাম । এক দল মাংষ রক্ষা করত আরেক দলের দায়িথ্ব ছিল মাংস চুড়ি । খুবই মজার খেলা ছিল । লিষ্টটি আর ও আপডেট হবে ।

আপনার জানা থাকলে সেই সকল খেলার নাম গুলি ও দিতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.