আমাদের কথা খুঁজে নিন

   

আমি মেঘের ছোট ছেলে

অটুট থাকুক মত প্রকাশের স্বাধীনতা.. ব্লগ পড়ছি অনেক দিন ধরে। বিষয় বৈচিত্রে ভরপুর কত কত লেখা প্রতিদিন গোগ্রাসে গিলি আমি! লেখার ইচ্ছে যে হয়নি কখনো, তাওনা! কিন্তু আমি লিখবো ব্লগ, তাও আবার মানুষ পড়বে- এই ভাবনাতে কখনো ওমুখো হইনি! কিন্তু আজ কি মনে করে সামুতে একটা একাউন্ট খুলেই ফেল্লাম! নিকনেমটা ধার করলাম প্রিয় সঞ্জীবদার একটা গান থেকে। নিজেতো কিছু লিখতে পারিনা, তাই প্রথম পোস্ট হিসাবে দিলাম সঞ্জীবদার ঐ গানটার লিরিকস...!! "আমার বয়স হল সাতাশ আমার সঙ্গে মিতা পাতাস তোর দুহাত চেপে ধরি চাই এটুকু মাত্তরি আমার বন্ধু ছিলো আকাশ কেন দ্বিধার চোখে তাকাস আমি মেঘের ছোট ছেলে কোলে আমাকে আজ পেলে আমার বয়স......চাই এটুকু মাত্তরি... আমার বুক দেখাবো তোকে বুকে রয়েছে বিদ্যুত্‍ কিছু করলে মনে ধ্যুত্‍ আমি খেয়েছি স্বপ্নকে জানিস বজ্র শখা আমার আমার সাধ এখানে থামার তোর আঁচল পেলে বাতাস আর দরকার কি থামার আমার বয়স.....চাই এটুকু মাত্তরি... আমি মেঘের ছোট ছেলে আমার কৌটো ভরা রঙ আমি চাইছিনা বরং ওরাই দিচ্ছে নিচে ঠেলে আমি জলের ছোট অনু রক্তে বুনেছি রঙধনু সাত রোদেলা বন জানে ব্যথা ফুটেছে কোনখান।। আমার বয়স হল সাতাশ আমার সঙ্গে মিতা পাতাস তোর দুহাত চেপে ধরি চাই এটুকু মাত্তরি....." কৌটো ভরা রঙ নিয়ে এলাম রঙ খেলবো বলে। সঙ্গী মিলবে তো?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।