এইটা আমার ব্লগ।
ডাক্তার এর ছেলে ডাক্তারি করে, আইনজীবীর ছেলে আইনজীবী হয়, রাজনীতিবিদদের ছেলে রাজনীতি করবে,এই যুক্তি দিয়ে দেশের পরিবারতন্ত্র কায়েম রাখার যে যুক্তি দিচ্ছেন তাতে একটা টেকনিকাল সমস্যা আছে।
একজন স্পেসিয়ালিস্ট ডাক্তার এর ছেলে যখন ডাক্তার হয়, তাকে এম,বি,বি,এস , এফ সি পি এস পাশ করে স্পেশিয়ালিস্ট হতে হয়, একজন আইনজীবীর ছেলে বার, এট ল করে প্রাক্টিস করে, বা জুডিশিয়াল সিস্টেম এর ভেতরে গিয়ে জাজ হতে হয়, একজন মেজর জেনারেলের ছেলে আই এস এস বি পাশ করে, লেফটেনেন্ট, ক্যাপ্টেন ব্লা ব্লা ব্লা পার হয়ে জেনারল হয়, একজন সচিবের ছেলে বিসিএস দিয়া, দেশের আনাচে কানাচে কাজ করে তার যথারীতি রাস্তা পার হয়ে সচিব হয়। কিন্তু একজন রাজনীতিবিদের সন্তান তার পিতার বা মাতার ভেকেট করা স্থান টাই দখল করে। একজন রাজনিতিবিদ রাজনীতি ছেড়ে দেয়ার পর পরেই, সে অটমেটিক তার পিতার জায়গায় দেশের সরবোচ্চ পদবি ধারন করে জনগনের শাসক হয়, এমপি হয়, মিনিস্টার হয় ।
এইটা পরিবার এর ধারাবাহিকতা না, এইটা রাজতন্ত্র। যেই রাজতন্ত্র এজুইম করে নেয়, যে দেশটা রাজার তালুক। ফলে রাজা রিটায়ার করলে, রাজার সন্তান রাজত্ত বুঝে পাবে।
সো, ডাক্তার এর ছেলে ডাক্তারি করা আর রাজনিতিবিদ এর ছেলে, অটোমেটিক এমপি, মিনিস্টার আর মহাসচিব হওয়া এক জিনিষ না।
এই সব ফাঊ যুক্তি দেয়া বন্ধ করেন।
স্বীকার করে নেন, এইটা রাজতন্ত্র যেই খানে, আমদের দেশটা এই রাজাদের তালুক এবং আমরা সবাই তাদের প্রজা। এইটা কোন ধারাবাহিকতা নয়, এইটা একটা মেধাহীন দুরব্রত্তদের দেশের সম্পদ দখল রেখে, দেশের কর্পোরেট,সিভিক, মিলিটারি,মেডিয়া,পলিটিকাল আর ব্ল্যাক মানি এলিটদের হাতে দেশের সম্পদ লুটপাট করার সিস্টেম। এটা সেটা যুক্তি দিয়ে একে সাপোর্ট করা ধান্দাবাজি বাদে আর কিছুই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।