জ্বী, আমি রাস্তার ছেলে। একবার স্কুলে এক শ্রদ্ধেয় শিক্ষকের শাষণ সুলভ মন্তব্য পেয়েছিলাম,আমি রাস্তার ছেলে!তখন একটু মন খারাপ হয়েছিল বৈকি। কিন্তু সময়ের স্রোতে নিজেকে নিজে রাজপথেই ফিরে পেয়েছি। এখন নিজেকে রাস্তার ছেলে ভাবতে ভালই লাগে।
রাস্তা আমাকে শিখিয়েছে অনেক।
দেখিয়েছে অনেক অজানা পথ।
আর এখনো দেখার বাকীও অনেক। রাস্তার একটা বড় বৈশিষ্ট্য হলো,সবাই তার আপন। সবাই স্থান পাবে। আমাকেও সবার মতই স্থান দিয়েছে।
যখন অনেক মন খারাপ হয়েছে, রাস্তায় নেমেছি। বৃষ্টি পেয়েছি,মন উজাড় করে ভিজেছি। আবার যখন অনাবিল আনন্দে ছিলাম রাস্তার সাথে জোছনা ভাগাভাগি করেছি।
জ্বী আমি এখনো রাস্তার ছেলে। পথে নেমেছি,পথই আমাকে নিয়ে যাচ্ছে পথে।
স্যার আমি এখন রাস্তারি ছেলে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।