আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ইং সালের একটি ভয়াবহতম নিষ্ঠুর ঘটনা!

মানুষ হতে চাই। সুত্রঃ কালের কন্ঠ, ২৫শে ডিসেম্বর, রবিবার, পাতা শেষ, দেখুন লিংক এখানে. Click This Link আমার খবরটা পড়ে ভয়াবহ কষ্ট লেগেছে। গায়ের লোম দাড়িয়ে উঠেছে। কি অমানুষ, বর্বর, পাষন্ড হলে কোন মানুষ এটা করতে পারে। ঘটনার সময় উপস্থিত মা-বাবা সহ সকল মানুষগুলোকে দায়ী করছি আমি।

এতগুলো মানুষের সামনে একটা শিশুকে ঐ নরপশুটা কুপিয়ে হত্যা করল, আর সবাই ওকে বাচাতে পারলোনা। এই জীবনের কি মূল্য এতই বেশি। আর ঐ নরপশুটাকেই বা কেন জীবন্ত পুলিশকে দেয়া হলো। এখন তো ও জামিন নিয়ে যেকোন দিন বেড়িয়ে ওর মা-বাবাকেও হত্যা করবে। আমি আরও দুটি ঘটনার বর্ণনা এই ঘটনার সাথে দিব, যেহেতু এর সাথে ঐ ঘটনার কিছু উপাদান পাওয়া যাবে।

১. সিলেটের শাহজালাল ইউনিভাসিটির যে দুজন ছাত্র তাদের সহপাঠীদের বাচাতে জীবন দিলো, তাদের কাছে জীবনের মূল্য নিশ্চয়ই বেশি মনে হয়নি। তাই নিজের জীবন বিসর্জন দিয়ে তাদের বান্ধবীদের জীবন রক্ষা করে গেছেন। স্যালুট ঐদুজন বন্ধুকে আর ধিক্কার রাজশাহীর ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী সব মানুষগুলোকে যারা শুধু দর্শক হয়ে একটা শিশুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা দৃশ্য দেখে তাদের নয়ন জুড়িয়েছে, কিন্তু শিশুটিকে বাচাতে পারেনি। ২. গত শবেবরাতের রাতে সাভারের আমিনবাজারের নিরীহ ছাত্র হত্যাকারীদের মত কেন ঐ নরপিশাচকে পিটিয়ে হত্যা করতে পারলোনা, কেন ওকে জীবিত পুলিশে দিলো. আসুন আমরা আরও সাহসী হতে চেষ্টা করি, এই জীবনে বেচে থাকা সব নয়, সমস্থ জীবনে একটা ভাল কাজ করে যাওয়া উচিত। এই সব নরপিশাচদের কি শাস্তি দেবেন আমাদের আদালত আমার জানা নাই, তবে আমরা সৌদি আরবের মত এদের বিচার করতে পারলে মনে হয় খুবই সন্তষ্ট হতাম।

ধিক নরাধমকে, থুঃ ওর মুখে। http://www.dailykalerkantho.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।