চারদিকে এতো জীবিত মানুষ...মাঝে মাঝে লজ্জাই লাগে নিজেকে মৃত দেখলে.. Tears on highway-অন্ধকার মহাসড়ক ও যন্ত্রদানবের গল্প শিরোনামে আজ ছবির হাটে(শাহবাগ) শুরু হয়েছে নুর আলমের একক চিত্র প্রদর্শনী। সড়ক দুর্ঘটনায় আহত/নিহতদের ছবি নিয়ে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেন তিনি। প্রদর্শনী আজ(২৪/১২/২০১১) বিকাল ৪টায় শুরু হয়েছে,চলবে ২৮তারিখ পর্যন্ত। সবাইকে আসার অনুরোধ থাকলো।
প্রতি বছর দুর্নীতি ও সড়ক রক্ষণাবেক্ষনের অভাবে মহাসড়কগুলো বেহাল অবস্থায় পড়ে।
কোটি কোটি টাকা ব্যয় হয় কিন্তু সড়কের উন্নতি আর হয় না।
মহাসড়কে পথচারীদের রাস্তা পার হবার পর্যাপ্ত অবস্থা,যেমন- জেব্রা ক্রসিং,ফুটওভারব্রীজ,আলাদা লেন না থাকায় সবচেয়ে বেশী দুর্ঘটনায় মারা যায় এই পথচারীরা। পরিসংখ্যানে দেখা যায়,সড়ক দুর্ঘটনায় প্রায় ৪৫% মৃত্যুর ঘটনা ঘটে এই পথচারীদের।
অতিরিক্ত গতি ও ওভারটেকিং এর কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
রাত ১টা ২৪মিনিট
২৭শে জুন,২০১১
ঢাকা সিলেট মহাসড়ক
প্রাইভেট কার-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
ট্রাক চালক পলাতক
ভাগ্যক্রমে প্রাইভেট কার চালক বেঁচে আছেন।
"রাতের বেলা ট্রাকে বালু নিয়া আমিনবাজার থেকে সিঙ্গাইর যাইতেছিলাম। পথে গর্তে পইড়া ট্রাক উল্টাইয়া যায়। আমার দুই পা'ই ভাংছে। আবার কবে হাটতে পারুম আল্লাহই জানেন। "
-মোঃ সোলাইমান,১৮বছর
বালু শ্রমিক
ট্রাক উল্টে আহত
আমিনবাজার,ঢাকা।
"কাম শেষ কইরা রাতের বেলা বাড়ি ফিরতেছিলাম। রাস্তা পার হইতে গিয়া বাসে ধাক্কা মারছে। পায়ে প্রচন্ড ব্যাথা পাইছি। "
-তাজুল ইসলাম,১৭বছর
গার্মেন্টস কর্মী
রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত
শনির আখড়া
"একবার অপারেশন হইছে,৫ব্যাগ রক্ত লাগছে। আরো নাকি অপারেশন করবো,আরো রক্ত লাগবো।
এতো রক্ত কই পাই?ঢাকায় আমাগো কোন আত্মীয়ও নাই। "
-খাইমন বেগম,৪১বছর
গৃহিনী
নছিমন-ট্রাক্টর সংঘর্ষে আহত
মেহেরপুর।
"ভাইরে এই বুড়া বয়সে এতো কষ্ট পাইতেছি,শুয়োরের বাচ্চাগুলার উপর আল্লাহর গজব পড়বো। "
-ফজল মিয়া,৬৩বছর
বাস-ট্রাক্টর সংঘর্ষে আহত
কসবা,ব্রাহ্মনবাড়িয়া
"বাসে বাসে পাল্লা দিতে গিয়া দুর্ঘটনাটা ঘটলো। এক হাত আর এক পা ভাংছে,এ পর্যন্ত এক লাখ টাকা খরচ হইছে।
আরো টাকা লাগবো,দিনমজুরী কইরা খাই,এতো টাকা কই পামু?"
-নুরুল ইসলাম,৪৫বছর
দিনমজুর
বাস-ট্রাক সংঘর্ষ
সান্তাহার,রাজশাহী
"বাসস্ট্যান্ডে দাড়াইয়া ছিলাম,ভটভটি আইসা মাইরা দিছে,এক পা কাইটা ফেলতে হইছে। এখন আমি সারাজীবনের জন্য পঙ্গু। "
-মোঃ জলিল মিয়া,৫৫বছর
দিনমজুর
ভটভটির ধাক্কায় আহত
জামালপুর
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/babu_ahmed_1324751253_4-8.jpg
ট্রাকের ধাক্কায় টেম্পু উল্টে খাদে পড়ে ১২জনের মৃত্যু।
হাটগোপালপুর, মাগুরা
ট্রাক-টেম্পু সংঘর্ষ
২৫শে সেপ্টেম্বর,২০১১
"পোলাডারে এতো কষ্ট কইরা পাইলা বড় করলাম,এমনে মরার লাইগ্যা?ভগবানের এইডা কোন বিচার?"
-কল্পনা রাণি দাশ,সাজু'র মা
ইন্টার ২য় বর্ষ,আবু তোরাব কলেজ
মৃত্যু-১২ইজুলাই,২০১১
১৯বছর বয়সে
ট্রাক উল্টে খাদে পড়ে ৪৪জনের মৃত্যু
মিরসরাই,চট্টগ্রাম
"সোনাটা আমার না খাইয়া স্কুলে গেছিলো,আর ফিরা আইলো নয়া। "
-জিনা বেগিম,সাইফুলের মা
সাইফুল
৭ম শ্রেণী,আবু তোরাব উচ্চ বিদ্যালয়
মৃত্যু-১২ইজুলাই,২০১১
১২বছর বয়সে
ট্রাক উল্টে খাদে পড়ে ৪৪জনের মৃত্যু
মিরসরাই,চট্টগ্রাম
রোটন
৩য় বর্ষ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মৃত্যু-২৪শে এপ্রিল,২০১১
২১বছর বয়সে
লেগুনা-বাস সংঘর্ষে নিহত
নারায়নগঞ্জ,ঢাকা
জাতি হিসেবে আমরা কত দুর্ভাগা যে, তারেক মাসুদও মিশুক মুনীরের মত সৃষ্টিশীল ও সৎ মানুষকে বাচিয়ে রাখতে পারলাম না।
এই দায় আমাদের সবার,এই লজ্জা জাতির।
তারেক মাসুদ
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক
মিশুক মুনীর
প্রখ্যাত সাংবাদিক ও চিত্রগ্রাহক
মৃত্যু-১৩ই আগষ্ট,২০১১
মাইক্রোবাস-বাস সংঘর্ষে নিহত
ঘিওর,মানিকগঞ্জ
অন্ধকারের মহাসড়ক ও যন্ত্রদানবের গল্প ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।