সঞ্জয় মিঠু
আজ সারা রাত নিজের ভেতর কাঁদলাম
শ্রাবণের প্রথম প্রান্ত থেকে দাঁড়িয়ে শেষ প্রান্তে
আমার চারিদিকে অন্ধকারের গাঢ় দেয়াল
বজ্রের ঝলকে ও ফিকে হয় না,
অন্ধকারের দেওয়ালের কোনা...
কফিনের বাক্সের অন্ধকার, গোরের নিষক
অন্ধকার এখন আমার-
মুরদার অক্ষমতা নিয়ে এ দেয়াল ছিড়ে বের
হতে পারি না। ফিরে যেতে পারি না কবর খোড়ার
আগের আলোতে।
অন্ধকার হাতড়ে ও ফিরতে পারিনা বাড়ির আঙিনায়।
যেখানে সহস্র আলোর ঝলক,
খেলা করে আমার পুরাতন প্রোট্টেট এ-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।