আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে প্রথম ফোনোলাইভ কনসার্টের অতিথি ছিলেন সঞ্জীব চৌধুরী ও তাঁর দলছুট।২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিন ।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... গানে গানে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করব বাংলাদেশে প্রথম ফোনোলাইভ কনসার্টের অতিথি ছিলেন সঞ্জীব চৌধুরী ও তাঁর দলছুট। ২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিন কাল ২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিন। এ উপলক্ষে আজ দুপুরে দেশ টিভিতে ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানটি তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে গান করবে সঞ্জীব চৌধুরীর গড়া ব্যান্ড দলছুট। কথা হলো দলছুটের অন্যতম সদস্য বাপ্পা মজুমদারের সঙ্গে।

সঞ্জীব চৌধুরীর জন্মদিনের আগের দিন আজ আপনারা গান করবেন। তাঁকে ছাড়া গান করতে নিশ্চয়ই খারাপ লাগছে। ঠিকই বলেছেন। এখানে সবাইকে একটা কথা জানাতে চাই, বাংলাদেশে ফোনোলাইভ কনসার্ট প্রথম শুরু হয় একুশে টিভিতে। পারভেজ চৌধুরীর পরিকল্পনা ও প্রযোজনায় সেই ফোনোলাইভ কনসার্টের প্রথম দল ছিল সঞ্জীব চৌধুরী ও তাঁর দলছুট।

সেখানে আমিও ছিলাম। তাঁকে হারানোর পর চারটি বছর চলে গেছে। এখনো যখন আমরা গান করি, বিশ্বাস করি, তিনি আমাদের সঙ্গেই আছেন। আজ কোন গানগুলো গাওয়ার কথা ভেবেছেন? সঞ্জীব চৌধুরীর লেখা, সুর করা এবং তাঁর গাওয়া গানগুলোই করব। পাশাপাশি তাঁকে শ্রদ্ধা জানিয়ে আরও কিছু গান করার ইচ্ছা আছে।

আজ আমরা গানে গানে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করব। আসুন, এবার আপনার গান নিয়ে কথা বলি। নতুন কী কাজ করছেন? নিয়াজ মোহাম্মদ চৌধুরী আমার বাবা-মাকে ভীষণ ভালোবাসেন, শ্রদ্ধা করেন। অনেক বছর পর তাঁর গাওয়া গান নিয়ে নতুন অ্যালবাম বের হচ্ছে। তিনি সাধারণত নিজের গানে নিজেই সুর করেন।

এবার আমি তাঁর অ্যালবামের গানের সুর করেছি। তিনি যে আমার ওপর এই আস্থা রেখেছেন, এটা আমার জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা। বছর তো শেষ, আপনার নিজের একক অ্যালবামের খবর কী? পুরো অ্যালবাম তৈরি হয়ে আছে। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবামটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। অ্যালবাম প্রকাশের জন্য পৃষ্ঠপোষকদের একটা বড় ভূমিকা প্রয়োজন হয়।

বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের কাজের জন্য নির্দিষ্ট বাজেট রাখে। এখন তো বছর শেষ হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো বছর শেষে নতুন করে আর বাজেট বাড়াতে চায় না। নতুন বছরের জন্য নতুন করে বাজেট তৈরি করে। যতটুকু কথা হয়েছে, আগামী বছরের গোড়ার দিকেই তাদের কাছ থেকে এই সহযোগিতা পাব।

তখনই বের হবে আমার নতুন অ্যালবাম বেঁচে থাক সবুজ। প্রথম আলো থেকে চুম্বক অংশ http://www.prothom-alo.com/detail/news/211062 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.