আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্য এফ এম

চারপাশটাতে ছড়িয়ে আছে অসাধারন সব কিছু আর এই সব কিছুর মাঝে আমি খুবই সাধারন একজন... শুরু হয়ে গেল আপনাদের বহুল প্রত্যাশিত ইভেন্ট "মনুষ্য এফ এম"। এখন ঘড়িতে বাজে রাত ১১ টা আর আপনাদের সাথে আছি আমি আরযে ভুত রাহাত আর আমার সাথে আছেন পেত্নি রাইসা। আজকে আমাদের এখানে এসেছেন একজন অতিথি ভুত। তিনি তার অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করবেন। সো লিসেনারস শুরুতেই একটা গান হয়ে যাক..." ভুত ভুতের জন্য, পেত্নি পেত্নিদের জন্য, একটু কি সহানুভুতি তারা দিতে পারে না"।

গানের শেষে আবার আমরা ফিরে এলাম আমাদের শোতে। তো পরিচয় হয়ে নেই আমাদের অতিথির সাথে। অতিথি ভুত ঃ আমি জন ছাগল। এসেছি ঢাকা বেড়ীবাদ থেকে। আমি বর্তমানে ভুত ইন্সটিউশনে পড়াশুনা করছি।

তো আজকে আমি আমার সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। পেত্নি রাইসাঃ এটাই কি আপনার সবচেয়ে লোমহর্ষক ঘটনা? জন ছাগলঃ হ্যাঁ আপু, এটাই আমার সবচেয়ে লোমহর্ষক ঘটনা। আমিই একমাত্র লোমষ ভুত। তো ঘটনার দিনটি ছিল পুর্নিমা রাত। আমি আমার চুইটহার্ট পেত্নি সিমের সাথে বেড়িবাদ এলাকায় হাটছিলাম।

রাত আস্তে আস্তে বাড়তে থাকল। আমি ওকে নিয়ে বেড়িবাদের উপরে বসে জোতস্না দেখতে থাকলাম। ভুত রাহাতঃ শুধুই কি আপ্নারা ছিলেন? মানে আর কেউ কি অই এলাকায় ছিল না? জন ছাগলঃ হ্যাঁ ভাইয়া। শুধু আমরাই ছিলাম। তো আমি সিমের সাথে বসে আছি।

কিন্তু হঠাত খেয়াল করলাম সিম সাধারনের মত আচরন করছে না। সে পানি খাইতে চাইল। কিন্তু পেত্নিরা তো পানি খায় না। তো আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। আমি ওকে বললাম তুমি পানি খাবা কেন? হঠাত সে মানুষের মত আচরন করে আমাকে বলল পানি ই তো আমার জীবন।

আমি আরো ভয় পেয়ে গেলাম। মনে মনে উপর ওয়ালাকে ডাক্তে থাকলাম। আমি উঠে যেতে চাইলাম আর সে হঠাত বলল কোথায় যাবা? তখনি সে তার ভ্যান্টি ব্যাগের ভিতর থেকে একটা ছুড়ি বের করে বলল যা আছে সব বের কর। নইলে তোরে মাইরা একেবারে মানুষ বানাইয়া দিমু। আমি তার দিকে তাকিয়ে দেখি এতখন আমি যার সাথে ছিলাম সে মানুষ।

সে পেত্নির রুপ ধরে আমার সাথে এতক্ষন ছিল। আমার সব লোম খাড়া হয়ে গেল। যাই হোক আমি সব তার হাতে দিয়ে কোনো মতে জান নিয়ে দৌড়ে বেচে আসলাম। যখন পিছনে ফিরে তাকাই দেখি সেই মানুষ্টি নাই। এর পর থেকে আমি আর কখনই বেড়িবাদ এলাকায় যাইনা।

ভুত রাহাতঃ আসলেই একটি লোমহর্ষক ঘটনা। তো লিসেনারস আপ্নারা যারা বেড়িবাদ এলাকায় যাওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন। পেত্নি রাইসাঃ যারা একটু সাহসি তার চাইলে ঘুরে আসতে পারেন অই মানুষ্য এলাকায়। আমাদের আজকের শো এখানেই শেষ। যারা চিপায় চাপায়, আশে বাশে, মাঠে ঘাটে, অরন্য প্রান্তরে শুয়ে এই শিতের মধ্যে আমাদের শো শুঞ্ছেন সবাই কে যানাই শুভ রাত্রি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।