আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ থেকে ভূত পড়েছে, মস্ত বড় ভূত -সুমাইয়া বরকতউল্লাহ্

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন আকাশ থেকে ভূত পড়েছে, মস্ত বড় ভূত চক্ষু দুটি ছোটমোট, তাকায় কুতুর কুত লঙ্কাকাণ্ড বাধিয়ে দেবো, একটু পেলে ক্ষুত কোথাও আমি পাইনা খুঁজে, একটুখানি যুৎ এইনা শুনে গাঁয়ের মানুষ, কাঁপে থর থর সন্ধ্যাবেলা সব শিশুদের, গায়ে আসে জ্বর জ্বরের ঠেলায় আবোল-তাবোল, করছে ছোট-বড়ো শিশু-কিশোর রেগে-মেগে, বলছে তাকে ধরো বেন্দা হাতে সব শিশুরা, পিটনি করে শুরু বলল ভূতে ওরে বাবা, তোমরা আমার গুরু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।