আমাদের কথা খুঁজে নিন

   

শায়মা আপনি অভিমান করতেই , চলে যেতেই পারেন কিন্তু কেন যাবেন ?

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি মাহী ফ্লোরা আপুর ব্লগে আপনার অভিমান সম্পর্কে পড়ার পর আমি লিখতে বাধ্য হলাম আমি ফান নিয়ে থাকি এবংবিতর্কিত পোষ্ট এড়িয়ে চলি ব্লগে আসার পর আপনার নামটাই চার মাসের বেশী জানিনা কিন্তু একজন ব্লগার যে সেরা ব্লগার হয়েছে তার আনন্দের বদলে সে লেখা বন্ধ করে চলে যাবে সেটা আমি নিতে পারিনি তাই লেখা এবং সাথে আপনার আগের লেখাগুলো পড়া ।চলে আপনি জেতেই পারেন কিন্তু কেন যাবেন ? অভিমান আপনি করতে পারেন কিন্তু কেন অভিমান ?যাওয়ার যেমন কয়েকটি কারন আছে থেকে যাওয়ার আছে কয়েকশো কারন ।আপনাকে যে বলেছে আপনি রান্নাবান্নার জন্য সেরা ব্লগার হিসাবে জায়গা করে নিয়েছেন সে হয়তো আপনার শুধু রান্নার পোষ্ট ই পড়েছে অন্য কোন পোষ্ট পড়েনি সেই স্বল্প জ্ঞ্যানের উপর ভিত্তি করে লিখেছে সেটা কেন আপনি গুরুত্ব দিবেন কেন ব্লগের অসংখ্য ব্লগার আপনাকে সেরা বলার পরও আপনি তাদের কথা গুরুত্ব দিবেন না ? কে যেন বলেছিল বাচো নিজের জন্য আমি বলি ব্লগে লিখো নিজের জন্য নিজের জন্য এবং নিজের জন্য ,কে কি বললো তাতে কি আসে যায় ? আপনি কি জানেন আপনার পোষ্ট পড়ার জন্য আমার মতো অসংখ্য ব্লগার প্রতিদিন আপনার ব্লগে যায় আপনি কি সেগুলো গুরুত্ব দিবেন না ।আপনি ব্লগ লিখবেন কারন আমার আপনার পোষ্ট পড়ে মনে হয়েছে আপনি ব্লগ লিখেন নিজের ভালোলাগা থেকে ।কিন্তু আপনি কি জানেন আপনার নিজের ভালোলাগার লেখাগুলো অসংখ্য মানুষকে ব্লগে লিখতে উত্‍সাহিত করে । আর সবার আলাদা মতামত থাকতেই পারে ।যেমন আমাকে যদি বলা হয় ব্লগের একমাত্র সেরা ব্লগার কে আমি কোন কিছু না ভেবেই বলবো রাশেদ হাসান কারন তার চেয়ে বেশী এই ব্লগককে কে বেশী আর বিনোদিত করেছে কিন্তু তার মানে কি আমি ঠিক ! আমি আসলে যা লিখতে চেয়েছি তা সঠিক ভাবে লিখতে পারছি না শুধু এটুকু বলবো আপনার নতুন লেখার অপেক্ষায় থাকলাম ,শায়মা আপু ইউ হ্যাভ অল দ্যা থিং দ্যাট নিডেড এ পারফেক্ট ব্লগার ভালো থাকবেন আর হে নতুন পোষ্ট কিন্তু চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।