আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগার শায়মা আপু !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! দেখতে দেখতে কিভাবে দিন চলে যায় ! মনে হল যেন এই সেদিন ব্লগে লেখা শুরু করলাম আর আজ একটা বছর পার হয়ে গেল ! আমি এখন এক বছর বয়সী ব্লগার !! ওয়াও!!! অবশ্য ব্লগার বলতে যেমনটা বোঝায় আমি ঠিক তেমন ব্লগার নই ! যে অল্প কয়জন ব্লগার আমার ব্লগে নিয়মিত আসেন তারা সবাই জানে যে আমি বরাবরই খুব হালকা টাইপের লেখা লিখি ! হাস্যকর টাইপের লেখা ! এই হাস্য কর টাইপের লেখা লিখতে গিয়েই ব্লগে অনেকের সাথে পরিচয় হয়েছে । অনেকে আমার পোষ্টে অনেক মন্তব্য করেছে ! কিছু কিছু মন্তব্য যেমন মনে কষ্ট দিয়েছে তেমনি কিছু কিছু মানুষের মন্তব্য মনে আনন্দ যুগিয়েছে অনেক ! তাদের মধ্যে থেকে একজনের কথা না বললেই নয় সে হল শায়মা আপু !! প্রিয় শায়মাপু ! এই পোষ্ট টা আমার জন্য তিন দিক দিয়ে স্পেশাল ! প্রথমটা হল এটা আমর বর্ষপূর্তির পোষ্ট ! ব্লগে কিভাবে যেন একটা বছর পার করে দিলাম ! দ্বিতীয়টা হল এটা আামর ২০০ তম পোষ্ট ! এক বছরে ২০০ পোষ্ট লিখেছি ! আর সব থেকে আসল কারন টা হল এই পোষ্ট টা শায়মা আপু কে নিয়ে লেখা !! শায়মা আপুর জন্য লেখা ! কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না । আমি যখন প্রথম ব্লগিং শুরু করি, মানে হালকা পাতলা লেখা শুরু করি তখনকার কথা । এমন একটা ভাব করছি যেন কত কাল ধরে ব্লগিং করছি .. বেশি না এই বছর খানেক মত সময় হবে । কয়েকটা গল্প সবে মাত্র লিখেছি ।

আমি লক্ষ্য করতে শুরু করি একজন নিয়মিত ব্লগে আসছে । আমার লেখায় মন্তব্য করছে । আর মন্তব্য করা ভাষা গুলো কি চমৎ‍কার ! "ভাইয়া ভাল হয়েছে" "ভাইয়া মজা লাগলো" "তাই তো ইয়ার্কি নাকি ! ঠিক করেছ" ! আমি তখন একেবারে নতুন ব্লগার ! আর আমার বস্তাপচা লেখায় কেউ একজন এমন সুন্দর মন্তব্য করছে ! মনটা ভাল হয়ে যায় !! আমার মনে হল যে আমি যেহেতু নতুন এই আপুটাও নিশ্চই নতুন হবে । তা না হলে পুরানো আর সেলিব্রটি ব্লগারের খেয়ে কাজ নাই যে আমার লেখা পড়বে । তাই আমি তখন তার ব্লগে যাই নি ।

কিন্তু একদিন তার ব্লগে গিয়ে আমার তো চোখ চরখ গাছ ! আমি যাকে নবীন ব্লগার মনে করেছিলাম তিনি রীতিমত সেলিব্রেটি ব্লগার । এমন একজন ব্লগার আমার লেখা পড়েছে এটা ভাবতেই আমার মনটা আনন্দে ভরে উঠল । আস্তে আস্তে আপুটার সব লেখা আমি পড়তে শুরু করি । তার প্রত্যেকটা লেখা কতশত মানুষ পড়ছে , কতবার করে পড়া হচ্ছে , কত মানুষ কত মন্তব্য করছে ! আমার তখন কেবল এই কথাটা মনে হয়ে আনন্দ হচ্ছিল যে এই বিখ্যাত মানুষটা আমার লেখা পড়ে এবং নিয়মিতই পড়ে । তবে আমার সব থেকে আনন্দ সেদিন হয়েছিল যেদিন দেখলাম আমার একটা লেখা তার প্রিয়তে ! সেদিন আমার আনন্দের সীমা ছিল না ।

এবং কয়েকটা লেখাতেও আপু আমার নাম নিয়েছে , সেগুলোও ছিলো আামর জন্য অনেক আনন্দের !! আমার এক বছরের ব্লগীয় জীবনে এই আপুটার প্রভাব ছিল সব থেকে বেশি । আমি আপুটার লেখা পড়তাম দেখতাম , আপুটা কি চমৎ‍কার ভাবেই তার কথা গুলো লিখছে !! একজন মানুষের লেখার হাত একেক দিকে থাকে ! কিন্তু শায়মা আপুর সব কিছু লেখেন ! আর পড়তে কেন জানি ভাল লাগে ! আমি সাধারনত ব্লগে গল্প টাইপের লেখা লিখি ! আর গল্প & কবিতা টাইপের লেখা ছাড়া আমি খুব বেশি কিছু পড়িও না । আমার পড়তে ভাল লাগেও না । কিন্তু শায়মা আপুর সব লেখা আমি পড়ি । মন দিয়েই পড়ি ! শায়মা আপুর যে দিক টা আমার সবার ভাল লাগে সেটা হল আপুটা সবাইকে প্রাধান্য দেয় ।

কে নতুন কে পুরাতন এটা দেখে না । আমি এখনও পর্যন্ত দেখি নি আপুর ব্লগে কেউ মন্তব্য করেছে আর আপু তাকে ইগনোর করেছে কিংবা রাগ করে কিছু বলেছে ! যারা শায়মা আপু কে চিনে তারা তার এই গুনটার কথা সবাই জানে ! তিনি কেবল আমার না আরো অনেকেরই প্রিয় ব্লগার ! আর সে কেবল ব্লগারই নন একজন শিক্ষক !! পিচ্চি পিচ্চি বাচ্চাদের পড়ান ! আমি সিওর যে বাচ্চাদের মধ্যেও তিনি তুমুল জনপ্রিয় ! তার আশে পাশের সবাই তাকে পছন্দ করে ! আমি বিশ্বাস করি যে মানুষটা যেমন তার সকল কাজ কর্মে তার বহিঃপ্রকাশ ঘটে ! শায়মা আপুর সব লেখা গুলো পড়ে মনে হয় উনি মানুষ হিসাবেও অবশ্যই একজন অনন্য মানুষ ! ব্লগ জীবনে আপুটা যেমন তার চারপাশের মানুষগুলোকে আদরে জড়িয়ে রেখেছে আমার মনে, ঠিক মনে হয় না আমি সিওর যে বাস্তব জীবনেও আপুটা আর চারপাশের মানুষকে মায়া আর আদরে জড়িয়ে রাখে !! কিন্তু দুঃখের বিষয় আপু তার ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ আলাদা করে রেখেছে !! এই জন্য হয়তো তার সাথে কোনদিন তবে শায়মা আপুর উপর আমি রাগ করেছি ! আগে উনি নিয়মিত আমার লেখা পড়তো ! আমার ব্লগে আসতো ! কিন্তু এখন কেন জানি আসাটা কেমন কমিয়ে দিয়েছে ! আমার তখন সব থেকে খারাপ লাগে যখন দেখি আপুটা অন লাইনে আছে, আমি একটা লেখা লিখেছি কিন্তু আপুটা আমার ব্লগে আসছে না ! আমি চাই অন্তত একজন আমার লেখা পড়ুক ! যে কোন লেখায় যখন শায়মা আপু কোন মন্তব্য করে টখন মনে হয় আমার পো্ষ্টটা সম্পর্ণ হয়ে গেছে !! জানি না শায়মা আপু আামর লেখা পড়ে কি মনে করবেন ! যদি রাগ করেন !! এটা আমার বর্ষপুর্তি লেখা ! এই লেখাটা আপুর জন্য ! লেখাটা প্রিয় শায়মা আপুর জন্য !! আপুকে নিয়ে আরো অনেক কথা লেখার ইচ্ছা ছিল ! মনের ভিতর রয়েছে কিন্তু কেন জানি ঠিক মত বের করতে পারছি না ! যাক আবার লিখবো ! এখন কেবল শায়মা আপুকে একটা কথা বলে শেষ করি " আপু প্লিজ কোন দিন ব্লগিং ছেড়ে দিও না " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.