আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা কি এমনি হয় ??

আমি কবি নই , তবু কাব্যেই আমার অলস বিচরণ , আমি স্বপ্নাহত , তবু স্বপ্নেই আমার দিন যাপন ভার্সিটি থেকে শাটল ট্রেনে ফিরছি , বগি এর শেষের দিকে সিটে বসেছি, এমন সময় এক বান্ধবী এর ফোন , তোমার আশেপাশে সিট আছে কি না ? (২.৩০ টার ট্রেনে ভিড় একটু বেশি হয় তাই সিট পাওয়া যায় না) , খালি থাকায় না চাইতেও বললাম আছে, তার মানে আমাকে সিট রাখতে বলতেছে , কি আর করা , একলা মানুষ রাখলাম আরও ৫ টা সিট ) , আমার বান্ধবি' আর অন্যরা আসলো , তাদের মধ্যে ছিল সুমি, এসে চোখাচোখি হল কিন্তু কিছু বলল না, একটু ভাব দেখিয়ে বসে গেল আমার রাখা সিটে , আমি মনে মনে ভাবি আমার রাখা সিটে বসতেছে একটা থ্যাঙ্কস ও তো পেতে পারতাম, আফসুস , সিট সবগুলো একসাথে রাখা হয় নাই, সুমিদের সিট টা ছিল বগির একেবারে শেষ মাথায় যেখানে বগির ছেলেরা গান গায় । যাক, এভাবে ষোলশহর ষ্টেশন পার হলাম, তখন বুঝলাম যে বগির ছেলেরা পুরোটা সময় সুমি কে টিজ করেছে আর ষোলশহর আসার পর যখন ট্রেন মোটামুটি খালি হল তখন সুমি ওই সিট থেকে উঠে সামনের দিকে একটা সিট এ গিয়ে বসল, আমি তখন আমার সিট এ একাই বসেছিলাম আর ফোনে গান শুনছিলাম। একটু পর খেয়াল করে দেখলাম ওই বখাটে গ্রুপ এর একটা ছেলে গিয়ে সুমি এর পাসে গিয়ে বসল, তার মানে ট্রেন খালি দেখে ছেলেটা সাহস পেয়ে ওর পাশে গিয়ে বসেছে :@ , একটু পর হঠাৎ দেখলাম ওখান থেকে উঠে সুমি আমার ব্যাগ সরিয়ে আমার পাশে এসে বসল :O আর এসেই জিজ্ঞেস করল , ইমতিয়াজ কেমন আছো ? পড়া লেখা কেমন চলছে , তোমার বাসা কোথায় ?... (৪ বছরে এই প্রথম সুমি আমার সাথে নিজ থেকে এসে কথা বলল) আমি মনে মনে বলি, ঠেকায় পরে আমিই এখন ওর বেস্ট ফ্রেন্ড , যাক আমিও ওর সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম যাতে ওই ছেলেরা বুঝতে পারে যে ও একা নয় । ওই দিকে ছেলেগুলো তো রাগে গরগর করতেছে , আমিও সুমিকে আমার ডানপাশে বসতে বললাম যাতে ওই ছেলেটা ওকে দেখতে না পায় আর এসে খালি জায়গায় বসতে না পারে, সুমি বুঝতে পারল যে ওর আর ভয়ের কোন কারন নেই, এভাবে দেওয়ানহাট পর্যন্ত আসলে সুমি আমাকে অবশেষে একটা থ্যাঙ্কস দিয়ে নেমে গেল । আমিও ভাবতে বসলাম মেয়েরা কি সবসময় এমনি হয় ? ? (আপুরা ক্ষমা করে দিবেন )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.