আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা কি এতই ফেলনা ??!!

গত কয়েকদিন হলো একটা ব্যাপার নিয়ে ভীষণ রকম বিরক্ত। বেশ কিছুদিন হল চাচা-চাচী ফারিনের বিয়ের জন্য ছেলে দেখছেন। মাস তিনেক আগে একটা প্রোপোজাল এসেছে। ছেলে এবং তার পরিবার ফারিনকে পছন্দ করেছে। ফারিন এবং চাচা-চাচীরও পছন্দ হয়েছিল ওদেরকে।

মোটামুটিভাবে প্রাথমিক দেখা-সাক্ষাত, পছন্দ-অপছন্দের ধাপগুলো পেরোনোর পর ফারিন এবং ছেলের মধ্যে কথা -বার্তা হচ্ছিল বেশ কয়েকদিন হল। ফাইনাল কথাবার্তা হওয়ার আগমূহুর্তে ওদের নিজেদের মতামত আবারো জানতে চাওয়া হয়। কোনপক্ষেরই আপত্তি নেই বলে জানা যায়। যখন পরিবারের মুরুব্বী স্থানীয়রা কথা বলবেন বিয়ের তারিখ এবং অন্যান্য সব বিষয় নিয়ে সেই মূহুর্তে ছেলেপক্ষ থেকে জানানো হয় তাদের আরও কিছু সময় দরকার। বিয়েতে মতামত আছে কি নেই -এই কথাটা তারা পরিষ্কারভাবে এখনো কিছু জানায়নি।

সেই ছেলেও ফারিনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দুই পক্ষের মধ্যে মিডিয়া হিসেবে যিনি কাজ করছিলেন তিনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় আর ছেলের বাবার কলিগ। তাকে একটু চেপে ধরতেই উনি জানালেন, ছেলেপক্ষ অন্য আরেকটি মেয়ে দেখছে। সে যদি ফারিনের চেয়ে বেশি যোগ্য হয় তাহলে এখানে ওরা 'না' করে দিবে। এবং এই কথাটা আমাদের সেই আত্মীয় তথা ঘটক সাহেবকে বলতে মানা করে দিয়েছে ছেলেপক্ষ।

এমন একটা কথা জানার পর ঐ পরিবারে আত্মীয়তা করার কোনও প্রশ্নই আসে না। কিন্তু চাচার কথা হল, ওরা বলেছে সময় নিবে। এখনো তো কিছু জানায়নি। দেখা যাক না কি হয়। এই কথা শোনার পর প্রচন্ড রাগ হল চাচার উপরে।

বললাম, আমাদের ফারিন কি এতই ফেলনা হয়ে গেছে যে এরকম একটা ব্যাপার জানার পরও ওখানেই বিয়ে দিতে হবে?!! ওরা কি বাজার যাচাই করছে যে একটা দোকানে জিনিস পছন্দ হলেও আরো ভালো কিছু পাওয়া যায় কি না দেখছে ?!! একজনকে হাতে রেখে ওরা আরো ভালো কিছু খুঁজছে। কতটা নীচ হলে এরকম করে মানুষ ?!! আমার চাচা এখনো অপেক্ষা করে আছেন। জানি না, এই সমাজে একজন মেয়ের বাবাকে কেন এতটা ছোট হয়ে থাকতে হবে ?!! সেই ছেলেকে আমার কিছু তিতা কথা শুনিয়ে দিতে ইচ্ছা করছে, এমন কিছু কথা যা শুনলে অন্তত ১ সপ্তাহ তার মুখে কিছু রুচবে না। কিন্তু এই সমাজ, আশে-পাশের মানুষের কথা ভেবে আমাকে চুপ করে যেতে হচ্ছে। আমি একটা কথা শুনাবো তার ফলশ্রুতিতে এবাড়িতে কেউ আত্মীয়তা করতে চাইবে না।

আমার নিজের জন্য না , অন্যান্য কাজিনদের কথা ভেবেই আমাকে চুপ করে যেতে হচ্ছে। মেয়েরা কি এই সমাজে এতটাই ফেলনা হয়ে গেছে ?!! একটা মেয়ের পরিবারকে কেন এতটা মাথা নিচু করে থাকতে হয়, সেটা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে ?!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.