আমাদের কথা খুঁজে নিন

   

সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed পাকিস্তানকে ৩৯-১৮ তে ধরাশায়ী করে বাংলাদেশের মেয়ে হ্যান্ডবল টিম আজ সেমিফাইনালে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর ইয়েমেনর সাথে ২টি শট বারে লাগে এবং ৪টি সাত-মি: শট মিস করার খেসারত দিতে হয় ৫ পয়েন্টের ব্যবধানের পরাজয়ে। এর ফলে বাংলাদেশের ছেলেদের দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। মেয়েরাও তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের সাথে পরাজিত হয়। উল্লেখ্য, ভারতের হ্যান্ডবল টিম এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আজ বিজয় দিবসে যেন জয় ছিনিয়ে এনে আমাদের দল ফাইনালে উঠতে পারে, এই দোয়া কামনা করছে খেলোয়াড়রা। এই টিম মাত্র এক মাস ট্রেনিং করেই যদি সেমিফাইনাল পর্যন্ত আসতে পারে, আমি বিশ্বাস করি এই খেলায় আরও বেশী ফোকাস দিলে ক্রিকেটের পর এই খেলাও আমাদেরকে বিশ্বের কাছে পরিচিত করতে পারে নতুনভাবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.