আমাদের কথা খুঁজে নিন

   

তরঙ্গ বাস...

সকাল বেলা অফিসে যাওয়ার সময় যে জিনিসটা প্রায় প্রতিদিনই চোখে পড়ে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সির্টির স্টুডেন্ট বাস ‌"তরঙ্গ" এর কার্যকলাপ। এই বাসটাকে দেখি বিজয় স্মরণীতে, দেখি কলেজগেট এলাকায়। ট্রাফিক আইনকানুন এর বিন্দুমাত্র তোয়াক্কা না করে রং সাইড দিয়ে এগিয়ে আসে এই বাস। বাসের ড্রাইভার অশিক্ষিত হতে পারে কিন্তু আমাকে বলতে পারেন বাসের সামনের দিকে বসে থাকা যে স্টুডেন্ট রা হাত নেড়ে হৈ চৈ করে অন্যান্য গাড়ী বা বাস থামিয়ে রং সাইড দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে তারাও কি অশিক্ষিত? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মান কি নিচে নেমে যায়না এই কয়েকটা ছাত্রের জন্যে? আমরাই তো আপনাদের দেখে শিখবো কিভাবে নিয়ম মানতে হয়! আপনারাই তো নিয়ম মানবেন আর অন্যান্য গাড়ী যাতে নিয়ম মেনে চলে সেটাতে সাহায্য করবেন! কারণ আমার একার যে শক্তি নেই আপনাদের এক বাস ভর্তি শিক্ষিত ছাত্র ছাত্রীর সেই শক্তি আছে। কেন ব্যবহার করেন না সেটা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.