আ গলে লাগ্ যা তু, দোস্তানা দুস্তি
ভাবে সাবে অ্যাড নয়! কাপড়ের কুস্তি
পণ্যের বাজারেতে 'গলাগলি'? বেশ নাম!
ব্যাবসাটা এনজিও; গলাকাটা, চড়া দাম
চারদিকে শুনি কথা, নারী নাকি জাগছে
ছবি আর চকমকা, রঙচঙে লাগছে
এই যদি হয় জাগা, করো ভাই রক্ষে
আমি তো মোটেই নই, জাগ্রত পক্ষে
ধান্দার ব্যবসায়, পুরুষই যে মূখ্য
নারীদের ব্যবহার, হচ্ছে যে সূক্ষ্ণ
জাগো নারী জাগো নারী, গলাবাজি সাজিয়ে
ধান্দার লম্পট, দেখে চান্স বাজিয়ে
নারীদের আগুয়ান, হতে হবে বিলকুল;
বিউটির চক্করে, হয়ো না কো full fool
চোরকাঁটা বলে ওরে, শুনো বোন বেরাদর
আনো সম-অধিকার, ধান্ধালি চেপে ধর্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।