সৌমেন ধর
হাজী কলোনির পুকুরের পাড়ে
আত্মাহুতি দেয়া সাদা বকুলেরা
নিথর দুপুরে, কখনো বলেনি
ভবিতব্যের কথা। শুধু নীরবতা।
নও তরুণের বেড়ে ওঠা কালে
প্রতিদিন একেকটি স্বপ্ন একেকটি
সফেদ বকুল হয়ে মধ্যাহ্নের আগে
ঝরে যেতো। বকুলের পাঁজরের হাড়ে
বানানো বাঁশির একটাই সুর।
কর্কশ করুণ। অদূরে তখন
বিজ্ঞাপন তরঙ্গের সুরে পতঙ্গরা
বকুলের মতো আত্মাহুতি দিতে শিখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।