আমাদের কথা খুঁজে নিন

   

শরীরী গাঁথা

তোমার চোখে বৃষ্টি ঝরে তো ঝরুক আরো ঝরুক অনাবিল সৃষ্টি অসীম শূন্যতা । তোমার ঠোঁটে গোলাপ ফুটুক আরো ফুটুক অহর্নিশ রহস্যময়তা মুগ্ধ নির্বাসন । তোমার বুকে আদর বারুক আরো বারুক হৃদয়ের দৃঢ় বাঁধন শরীরী নস্টালজিয়া । তোমার হাতে বর্ষা নামুক আরো নামুক খুশির প্লাবন ভরা জোয়ারের মৌনতা । তোমার চুলে ঘন আধাঁর আসুক আরো আসুক হিল্লোলের উল্লাস পূজোর অঞ্জলি । তোমার পায়ে উল্কি চলুক আরো চলুক নুপূরের নিক্কন পাতার মর্মর ধ্বনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।