``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
কবিতা, অনঙ্গ শরীরী নদী
(এক)
কাব্যের দেহলি ভেঙে
অক্ষরের মর্মর গায়ে
মেলে কি পঙক্তির প্রাণ?
নির্বান্ধব শব্দেরাই
ধরে রাখে মৈথুনের ঘ্রাণ।
(দুই)
নদীরা যৌবনা হলে সারা গায়ে
রমণীয় জলের গন্ধ ছড়ায;
কবিতাও তাই।
শব্দের প্রতিরূপে নদীই দাঁড়ায় এসে
প্রিয়তার চোখে-
এবং তখনি মনে হয়
অনঙ্গ-শরীরী নদী কেবলি জরায়ুময়। #
(৩১/১০/২০০৫)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।