নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ছাত্রলীগ নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহবায়ক তারেক মাহমুদ ও পলেটেকনিক ইন্সিটিটিউট শাখার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত মঙ্গলবার নওগাঁ সরকারী কলেজে শাখা ছাত্রলীগের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বাদপড়া কয়েকজন সংঘবদ্ধ হয়ে আজ বেলা আড়াইটার দিকে বেশ কিছু বহিরাগতদের সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে নতুন কমিটির নেতৃবৃন্দদের ওপর হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারেক ও মেহেদী আহত হন।
নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) সমীর সূত্রধর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করতে শর্টগানের ৭ রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।