যখন যা ভাল লাগে তাই, নির্ভাবনার জীবন চাই না। চ্যালেঞ্জ ভাললাগে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিসি গেমিং হল একমাত্র একটিভিটি যা সব বয়সের পিসি ইউজাররা পছন্দ করেন। পিসিতে যারা অনেক আগে থেকেই গেমস খেলেন তাদের খেলা প্রথম গেমগুলোর মধ্যে খুব জনপ্রিয় গেমগুলো হচ্ছে RoadRush, Need for speed 2, Fifa 98, Moto racer, Dx Ball, Virtual cop, House of dead । এসব গেমস ছিল পাইওনিয়ার সব গেম।
এসব 2D/3D গেমগুলোর তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর উত্তরসূরীরাই আজ তৈরি করছে Need for speed - The Run, Call of DutyModern Warfare 3, Battlefield 3, Fifa 12, Medal of honor, Batman Arkham city, Assassins' creed - Revelations এর মত বিশ্বকাঁপানো সব গেমস। আজ সবার সামনে এসেছি Assassin's Creed নিয়ে।
Assassin's Creed সিরিজের গেমগুলো খেলে এর ভক্ত হন নি এমন গেমার মনে হয় ইহজগতে নেই। Assassin's Creed সিরিজের প্রথম গেইম Assassin's Creed আসে ২০০৭ সালে। আমি অবশ্য এ বছরই প্রথম খেলেছি।
এই সিরিজের প্রতিটি গেইমই একেকটা মাস্টারপিস! তবে আমার ব্যক্তিগত মত হল সিরিজের প্রথম গেইমটি খেলার দরকার নেই। এর দুর্বল গেইমপ্লে আপনাকে হতাশ করতে পারে। ২য় থেকে ৪র্থ (এখন পর্যন্ত বের হওয়া সর্বশেষ সিক্যুয়াল) পর্ব খেলে দেখুন। জীবনে মনে রাখার মত অভিজ্ঞতা থাকবে।
পূর্বপুরুষদের স্মৃতি আমাদের DNA সংরক্ষন করে রাখে।
সেই স্মৃতি ঘেটে দেখার এমন সুপার কম্পিউটার হল অ্যানিমাস। এটি তৈরি করেছে মেগাকর্পোরেশন অ্যাবস্টার্গো। এই অ্যানিমাসের সাহায্যে বিলুপ্ত Assassin সম্প্রদায়ের উত্তরসূরী এক সাধারন বারটেন্ডার ডেসমন্ড মাইলসের DNA ঘেটে এক মহা শক্তিধর হস্তনির্মিত প্রত্নসামইগ্রী (artifact) The apple of Eden(The piece of eden) যা এক বিশাল ক্ষমতার অধীকারি। এর অপরিসীম শক্তি মানব্জাতির ভাগ্য পরিবর্তন করে দেবার ক্ষমতা রাখে। এর সৃষ্টি হয়েছিল অনন্যসাধারন সত্বার মাধ্যমে যা আজকের বিভক্ত মানব সম্প্রদায়কে আবার এক করা যাবে ভবিষ্যতের সুন্দর ভবিষ্যতের জন্য।
টেম্পলারদের উত্তরসূরীরা অ্যাবস্টার্গোর মাধ্যমে সেই আর্টিফ্যাক্ট খুঁজে বের করতে ব্যবহার করে ডেসমন্ডকে। সে দুজন গ্রেট Assassin-এর উত্তরসূরী। একাদশ শতাব্দীর সময়কার অ্যাসাসিন great Altair-Ibn-La’ahad ও রেনেসাঁ যুগের অনন্য ফাইটার Ezio Auditoure de Firenze যারা হল সেই অ্যাসাসিন যারা তাদের জীবদ্দশায় The apple of Eden-এর সংস্পর্শে আসে। এখান থেকেই শুরু হয় Assassin's Creed সিরিজের সূচনাঃ
Assassin's Creed এর কাহিনী শুরু হয় ক্রুসেড যুদ্ধের সময়কার এক Assassin আলতাইর-ইবনে-লা'আহাদ এর কাহিনী দিয়ে। আলতাইর ছিল অত্যন্ত দক্ষ, জ্ঞানী কিন্তু গোঁয়ার এক তরুন Assassin যাকে আরো দুজন সংগী সহ কিং সলোমনের এক গুহাতে পাঠায় তাদের শিক্ষক আল-মুয়াল্লিম এক রহস্যময় ট্রেজার উদ্ধার করতে।
আলতাইর জানত না সেটি ছিল অসীম ক্ষমতা ও অনবদ্য সুন্দর The piece of Eden - The apple। কিন্তু গিয়ে দেখে ইতিমধ্যেই টেমপ্লাররা সেখানে উপস্থিত। ক্রুসেডার ক্রিস্টিয়ানরা ছিল টেম্পলার। আলতাইরের অসাবধানতায় The piece of Eden - The apple উদ্ধার করতে পারে না Assassin-রা। তার শিক্ষক আল-মুয়াল্লিম অত্যন্ত ক্ষিপ্ত হয়।
আলতাইরকে মেরে ফেলতে চায়। পরে আলতাইরকে আরেকটি সুযোগ দেয় তার সম্মান ফিরে পাবার। সেটা হল ৯জন টেমপ্লারকে মেরে ফেলতে হবে। আলতাইর সবাইকে এক এক করে মেরে ফেলে। কিন্তু সবাই মারা যাবার সময় একই কথা বলে, তারা নাকি এক নতুন পৃথিবীর জন্য লড়াই করছিল।
আলতাইর খুব চিন্তায় পড়ে যায়। শেষ শত্রু তাকে মারা যাবার আগে বলে যায় ওরা আসলে ৯ জন নয়, ১০ জন। আর ১০ নাম্বারজন হচ্ছে তারই শিক্ষক আল-মুয়াল্লিম। তখনি আলতাইর বুঝে ফেলে তাকে মুয়াল্লিম ব্যবহার করেছে। সে তখন আল-মুয়াল্লিমের কাছে আসে এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে।
কিন্তু ততক্ষনে মুয়াল্লিম আলতাইরকে মেরে ফেলার জন্য প্রস্তুত। সে তার কাছে রাখা The apple of Eden(The piece of eden) এর মাধ্যমে সেই ৯জনকে জীবিত করে আলতাইরকে মেরেফেলার জন্য। এরপর মুয়াল্লিম নিজেকে বার বার ভাগ করে ৫ জন মুয়াল্লিম তৈরি করে। শেষ পর্যন্ত অনেক কষ্টে আলতাইর মুয়াল্লিমকে হত্যা করে The apple of Eden নিজের কাছে নিয়ে নেয়। আপনি পাবেন জেরুজালেম, আক্রার মত বিখ্যাত শহরে খেলার সুযোগ।
Assassin's Creed ২ দিয়ে আমার যাত্রা শুরু হয়। ইতালির রেনেসাঁর যুগে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মত ছড়িয়ে পরে দুর্নীতি। সেসময় কিছু লোক ছিল যারা লড়ত দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে। যাদের তলোয়ার ও ব্লেড লড়ত সম্মান ও মর্যাদার জন্য। যারা ছিল Assassin ।
গল্পের শুরুটা হয় রেনেসাঁর যুগের এক Assassin জিওভান্নি আদিতোরে'র কাহিনী দিয়ে। সে ছিল ২ছেলে ২মেয়ের বাবা ও প্রেমময়ী স্বামী। তাকে তারই বন্ধু বিশ্বাসঘাতক উবার্তো রাস্ট্রদ্রোহীতার অভিযোগে ফাঁসিয়ে দেয়। সে ছিল একজন ছদ্মবেশি টেম্পলার। ক্রুসেডার আর্মিরা ছিল টেম্পলার।
তার বড় ছেলে, ছোট্ট মেয়েটি সহ ফাঁসি হয় তার, জনসম্মুখে। ছোট ছেলে তরন 'এজিও আদিতোরে বাবার সিক্রেট জানতে পারে। তুলে নেয় বাবার তুলে রাখা পোষাক ও ব্লেড তলোয়ার। তাকে সাহায্য করেন বিখ্যাত চিত্রকর, প্রকৌশলী লিওনার্দো-দা-ভিঞ্চি!!! একসময় দেখা যায় টেম্পলাররা ভয়ানক ষড়যন্ত্রে মেতে ওঠে। রড্রিগো বোর্জিয়া ছিল সেই বাহিনীর প্রধান।
সে তার কূটকৌশলের মাধ্যমে The apple of Eden হস্তগত করার চেষ্টায় থাকে। তার পথের সকল বাঁধা সে মুছে দিত দ্বিধাহীত চিত্তে। সে ছিল ভয়ংকর ঠান্ডা মাথার খুনি। তার নির্দেশেই উবার্তো, জিওভানি আদিতোরেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এজিও বাবা-ভাই-বোনের খুনের প্রতিশোধ নিতে ছুটে বেড়ায়।
উবার্তোকে সে হত্যা করে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে ঘটনার ব্যাপ্তি কত বিশাল। সে একে একে জানতে পারে পিস-অফ-ইডেনের কথা। একে একে ষড়যন্ত্রের সাথে লিপ্ত সকলকে হত্যা করে সে প্রতিশোধ পূর্ণ করে যায়, কিন্তু রড্রিগো বোর্জিয়া পালিয়ে যায়। পিস-অফ-ইডেনের আবির্ভাবের পর সে বুঝতে পারে এই কাহিনীর সমাপ্তি এখনো হয় নি।
এ তো কেবল শুরু। গেমে পাবেন ইতালির ফ্লোরেন্স ও ভেনিস নগরীর শাশ্বত রূপ। ভেনিস এত সুন্দর লাগবে যে আপনি হা হয়ে যাবেন। অপূর্ব গেইমপ্লে আপনাকে মাতাল করে দেবে। এসাসিন্স ক্রিড ১ এর থেকে ২ সবদিকেই revolutionary change নিয়ে এসেছে।
ভাল লাগবেই।
--->আগামী পর্বে থাকবে Assassin's Creed 3 – Brotherhood ও Assassin's Creed 4 – Revelations নিয়ে বিস্তারিত।
[নানান কারনে বেশকিছুদিন ধরে কোন পোস্ট দিচ্ছি না। ভার্সিটিতে পড়ার সময় বেশ সময় পেতাম লেখার। এখন পাই না।
এই ছোট লেখাটা তৈরি করতেই যে সময় লেগেছে তাতেই বাসা থেকে প্রচন্ড গালমন্দ সহ্য করতে হয়েছে। তাই গঠনমূলক আলোচনা আশা করছি। আপনারাও আপনাদের প্রিয় গেম ও সেগুলো সম্পর্কে জানাবেন সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। ]
ছবি দেয়া সম্ভব হয়নি। ছবি/স্ক্রিনশট সহ পূর্ণ পোস্ট দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করে টেকস্পেটে গিয়ে দেখে নিন।
সামুতে ছবি আসছে না। সম্ভবত সামু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি নয় বলে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।