আমাদের কথা খুঁজে নিন

   

একটু হেসে যান চেপে চেপে - যত্তসব ডায়ালগের দুনিয়া

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... ডায়ালগের দুনিয়াতে সবাই তো কত রকম ডায়ালগ দেয়। দেখুন তো এই ডায়ালগটা কেমন ? নাও ডায়ালগ আবদা ডে - "কেউ যদি তোমাকে ইট মারে তাহলে তাকে তুমি ফুল দিয়া মারো। সাথে ফুলের টবটা দিয়াও মাথার উপর বাড়ি দিও। " আহা এহেন ডায়ালগ যিনি বানিয়েছেন তিনিনা কতই মহামানুষ আইমিন চিন্তাবিদ-উফ। ১) কাউকে প্রেম নিবেদনের পরে সে যদি থাপ্পর মারে তাহলে তুমি চুপচাপ সেটা খাও, বেয়াদবি করিবে না, তার মারার পর্ব শেষ হবার পর তাকে তুমি তোমার ঠোট দারা ষ্পর্ষ কর মাত্র কেউ দেখিবে না।

২) তার কাছে যেও না যিনি তোমাকে চিনেন না। বরং তার কাছেই যাও যিনি তোমাকে চিনিতে চেষ্টা করতে আগ্রহি, এবং টাকা ধার নাও। ৩) মরিবার চাই না আমি সুন্দর ভুবনে বলিলে তাকে যাত্রা বাড়ি থেকে মিরপুরের বাসে উঠিয়ে দাও। ৪) কবি নজরুল করেছকি একি ভুল, রাখিলানা চুল বানাইলে দাড়ি, মাথায় ভেংগে দাও হাড়ি। ৫) যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয় - যাবার সময় বাদবাকি পাওনা থাকলে তা ফেরত দিলে।

৬) বন্ধু বলে মিস কল মারিও তুমি বলো তাকে ১০টা মাত্র টাকা ফ্ল্যাক্সি দিও। ৭)যে বলে মাইরালারে মাইরালা - সবাই তারে ধইরে ফাইরালা রে ফাইরালা। ৮) জীবনে আর কি বাকি আছে - তাকে বল সেটাই তো দেখতাম চাই দেখি মানিব্যাগ দেখা। ৯) শশুর বাড়ি মধুর হাড়ি - কও যে একবার যদি নারী নির্যাতন কেস খাও তাইলে বুঝবে জেলের হাড়ি শশুর বাড়ি । ১০) বাকি চাইয়া লজ্জা দিবেন না - ভাইসাব কাপর টা গায়ে দেন।

কেন? - আমি এখন বাকি চাবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.