আমাদের কথা খুঁজে নিন

   

টিপাই মুখ বাধ সহ সব বাধ আমাদের জন্য আশির্বাদ: আসুন আমরা এর পক্ষে অবস্থান নেই....

বাংলাদেশ এমন একটি দেশ যার তিন দিকে ভারত আর একদিকে সমুদ্র। নদী মাতৃক এই দেশের ৫২ টি নদী অভিন্ন। অর্থাত এই নদীগুলো ভারত থেকে বাংলাদেশে এসেছে। স্বাভাবীক ভাবে ভারত যদি এই নদী গুলোতে বাধ দিয়ে দেয় তাহলে আমাদের দেশে পানির প্রবাহ বন্ধ হয়ে যাবে। অতিতে ফারাক্কা দিয়ে যার জলন্ত উদাহরন দেয়া যায়।

বর্তমানে তিস্তা, টিপাইমুখ নিয়ে আলোচনা সহ আন্দোলনের ঝড় উঠলেও আমাদের সরকার এর কয়েকটি পজেটিভ দিক দেখে এবং আমাদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে এই বাধ দেয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে না। আপনারা চিন্তা করুন আমাদের দক্ষিনে বিশাল সদুদ্র থাকলেও এতো বড় দেশে কোন মরুভুমি নাই। তাই আমাদের মরু ভুমি দেখার জন্য সেই আরবদেশে যেতে হয়। সরকার চিন্তা করলো ইচ্ছ করলেও বালুফেলে মরু ভুমি বানানো সম্বব নয় যেহেতু ভারত উল্লেখিত সিমান্তে বাধদিয়ে আমাদের দেশকে মরুভুমি বানাতে চায় সেহেতু এটা আামদের জন্য ব্শিাল প্রাপ্তি। এই মরুভুমির মাধ্যমে আমরা একদিকে উটের ব্যবসা করতে পারবো অপরদিকে ভাগ্য ভাল থাকলে হয়তো আরবদের মত তেলের ক্ষনিও পেয়ে যেতে পারি আর এতে করে আমরা খুব অল্প সময়ে কোটি পতি হয়ে যাব।

এছাড়া আমরা সিনেমা বানানোর ক্ষেত্রে মরুভুমির দৃশ্য রাখতে পারিনা। কেননা মরুভুমির দৃশ্যের জন্য সুদুর আরবে বা আফ্রিকায় যেতে হয় এতে খরচ অনেক বেড়ে যায় । আমাদের নিজস্ব মরুভুমি থাকলে আমরা নিজেরাই স্বাবলম্বী। এমনিতেই আমাদের বিশাল সমুদ্র আর সমুদ্র সৌকত রয়েছে। যার ফলে ছোট ছোট নদিগুলো কোনই প্রয়েজন নেই।

এদেশে নতুন নতুন মরুভুমি হলে বিদেশী পর্যটকেরা এদেশে ঘুরতে আসবে। এতে আমাদের পর্যটন শিল্প বিকোশিত হবে। অতএব আসুন আমরা অহেতুক বিতর্ক না করে বর্তমান সরকারের নেয়া যুগোপযুগি সিদ্ধান্তকে স্বাগত জানাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।