অনেক সময়ই জামাত-শিবিরের মিস্টি মিস্টি কথায় ধোকা আমাদের দেয়ার চেস্টা করে! ভাবলাম এদের নিয়ে লেখা পোস্টগুলোর সংকলন রাখা যায় তাহলে অনেকে এসব ভন্ড ধর্ম-ব্যবসাহীর শয়তানী থেকে বাচবেন।
প্রথমেই দেখেন জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদীর উপর পোস্ট টা।
দুর্ধষ্য বেদুইন লিখেছেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী যে কারনে আলেম সমাজের নিকট প্রত্যাখ্যাত হলেন (১ম পর্ব): নবী-রাসুলগণের প্রতি ধৃষ্টতাপূর্ণ উক্তি-১
জামাতের থিংক ট্যাংকের নেতা, আমির গোলাম আযম এর কার্যকলাপ......পটভূমি ১৯৭১ এর উপর লিখেছেন ব্লগার সা-কি-ব। তথ্য-প্রমানসহ চমৎকার একটা লেখা !!
জামাতের ইতিহাস নিয়ে লিখেছিলেন ব্লগার ইরতাজা। অসাধারন এই পোস্ট জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি
মওদুদী-জামাতী ইসলাম আর রসুল (সা: ) এর মনোনীত ইসলাম নিয়ে লিখেছেন ব্লগার আবদুল্লাহ আফফান একটা অসাধারন পোস্ট।
রসুল (সা: ) এর মনোনীত ইসলাম বনাম মওদুদী পন্থী জামাত শিবিরের ইসলাম
আচ্ছা জামাতী ধান্দা বা সিক্রেট এজেন্ডা কি? এতো ষড়যন্ত্র, এত প্যাচ, এতো জটিলতা- কেন? শুধুই কি ক্ষমতার লোভ? ভেবে দেখছেন কখনও এই ধর্ম-ব্যবসাহীরা কি চায়?
ব্লগার তীরন্দাজের পোস্ট টা দেখতে পারেন। বুঝবেন কতখানি মানসিক পার্থক্য আমাদের সাধারন মানুষের সাথে ! পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা
জামাতী হায়নাদের শিকার ধরা আর সবার কাছে তাদের ভন্ডামী লেজ বের হওয়ার ওপর লিখছিলেন আমি রোদের ছেলে নামের ব্লগার। অবশ্যই পড়ে দেখবেন জামাত শিবির যেভাবে ধীরে ধীরে ন্যাংটা হয়
খুনী-কসাই শিবিরের ভাব সব সময় নরম নরম ছাগু। আসলে ছাগু মুখোসের আড়ালে পাবেন একাত্তরের হায়নাদের। ছোট্ট একটা প্রমানসহ পোস্ট দিয়ে ছিলেন ব্লগার শয়তান যে ছবিটি সারাজীবন জামাত শিবির নামক কসাইদের স্বাক্ষ্য দিবে
শয়তান জামাতীরা প্লান করে আমাদের শিক্ষক-বুদ্ধিজীবিদের একটা জেনারেশনকে খুন করে ছিলো ঠিক স্বাধীনতা যুদ্ধ শেষের আগে।
কিছু প্রমান সহ একটা পোস্ট তির্থক আহসান (রুবেল) লিখেছেন বুদ্ধিজীবি হত্যার নকশা
জামাতের প্রচারের জবাব দিয়ে ছিলেন একজন আলেম। অমি পিয়াল ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম। খুজে পেলাম না। ব্লগার কমুনার পোস্টে জামাতি দাওয়াতে মওলানার জবাব দেখতে পারেন।
এর উত্তর কোন ভন্ডের কাছে পাইনি !
তা '৭১ এ জামাতী পেপার 'দৈনিক সংগ্রাম' এর উপর একটু চোখ বুলাবেন না?
তাহলে ব্লগার কল্পবিলাশী স্বপ্নে' র মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কিছু ছবি ফেসবুকে পেলাম পোস্ট টা দেখতে হবে! একদম মাস্ট সি পোস্ট!
অমি রহমান পিয়াল ভাইয়ের কোন পোস্ট এখানে এড করি নাই।
উনার ব্লগটাই তো একটা সংকলন!!
ধন্যবাদ পড়ার জন্য !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।