আমাদের কথা খুঁজে নিন

   

লোটাস কামাল কি ব্যক্তিগত স্বার্থে জাতীয় ক্রিকেট দলকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিচেছন?

পাকিস্তান ক্রিকেটের নিদারুণ ক্রান্তিকাল চলছে এখন। দেশটির নিরাপত্তাহীন পরিবেশের কারণে সাদা চামড়ার দেশগুলো বহু আগে থেকে পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো কালো/বাদামী চামড়ার দেশগুলো পাকিস্তান সফর বাতিল করছিল না। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সশস্ত্র হামলায় কয়েকজন পুলিশ নিহত হওয়ার পর থেকে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি। এ নিয়ে চরম বিপাকে রয়েছে পাকিস্তান।

সে সংকট থেকে বেরিয়ে আসার জন্য পাকিস্তানের প্রয়োজন একটি টেস্ট খেলুড়ে দলের পাকিস্তান সফর এবং নিরাপদে সিরিজ সমাপ্ত করা। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি'র পক্ষ থেকে গত দু'বছরের এ সংক্রান্ত প্রচেষ্টা ভেস্তে গেছে। এবার পিসিবিকে সে দুর্বিসহ অবস্থা থেকে বাঁচানোর গুরুদায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ। বিসিবি প্রধান মোস্তফা কামাল তার দলকে আগামী এপ্রিলে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলাতে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দিয়েছেন। অর্থাৎ এপ্রিল'২০১২ তে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর এখন একরকম নিশ্চিত।

শুধু চূড়ান্ত সফরসূচি ঘোষণা বাকি। বিনিময়ে কী পেল বাংলাদেশ? পাকিস্তান পরবর্তী আইসিসি সভাপতি হিসেবে মোস্তফা কামালকে প্রস্তাব করবে পাকিস্তান। ঢাকা সফররত পিসিবির প্রধান যাকা আশরাফ আজ একথা জানিয়েছেন। আইসিসি'র নিয়ম অনুযায়ী ওই সংস্থার সহ-সভাপতি পদে প্রতি দুই বছর পর পর নির্বাচন হয়। এতে পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী দুটি ক্রিকেট বোর্ড প্রার্থীতা করার সুযোগ পায়।

আগামী জুনে বাংলাদেশ ও পাকিস্তানের এ নির্বাচনে অংশ নেয়ার কথা। তবে প্রার্থীতা ঘোষণা করতে হবে চলতি মাসেই। পাকিস্তান প্রার্থী না দিলে বাংলাদেশের প্রার্থীই আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হবেন। তিনি ২০১২ সালের জুনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই দায়িত্ব নেবেন। নিয়ম অনুযায়ী, দুই বছর পর তিনিই আইসিসি সভাপতির দায়িত্ব নেবেন।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.