আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত এটাকে সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন সেইটা আপনার ব্যাপার কিন্তু ঘটনা পুরা সত্য মীর জাফরের পর লোটাস কামাল এর নাম গালির খাতাই উঠতে যাচ্ছে। এক সময় বিশ্বাসঘাতকতা করলে বলা হত “তুই একটা মীর জাফর। সেই জায়গায় বলা হবে তুই একটা লোটাস কামাল।” ভাই এইটা হাসির কোন ব্যাপার না। কিন্তু আমাদের দেশের মানুষের স্বপ্ন নিয়ে ছিলিমিলি খেলার অধিকার তার নাই।ভয় একটা বিষয় নিয়েই অতীতে ও এই জনাব অনেক কুকর্ম করে পার পেয়ে গেছে।এখন যদি জনাব লোটাস কামাল এ ভাবেই পার হইয়া যাই এবং ঈশ্বর মাফ করুক যদি অঘটন ঘটে উনি কি বলবেন “আল্লাহ’র মাল আল্লাহ নীচে।” বেটারে গদাম দিতে মন চাইতেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।