যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ তোমাকে পেয়েছি তবু আজো বইছে যে রক্তগঙ্গা আজো দেখি নিরন্তর কত খাণ্ডবদাহন তোমাকে পেয়েও সিথির সিদুর মুছে যায় শত হরিদাসীর......।। অথচ এমন তোমাকে তো চায় নি শাহবাজপুরের সেই জোয়ান কৃষকটি , এমন তোমাকে সত্যিই চায় নি মেঘনা নদীর মাঝিটি । তুমি তবে বড় নিষ্ঠুর । তবুও এই তোমাকেই স্বাগত – একদিন তোমাকে ঠিক পাবো – সম্পূর্ণ তোমাকে যার জন্য - হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে ছিল পথের ধারে । তোমাকে আসতেই হবে । আমরা সেই বিজয় দিনের অপেক্ষায় । কৃতজ্ঞতাঃ শামসুর রাহমান (“তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।