আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আইরিন সুলতানার রঙ্গমঞ্চ

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... উনি একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্লগার সম্ভবত ভিন্ন নামের একটি ব্লগ পরিচালনাও করেন। উনি একটি পোষ্ট দিয়েছেন.....পরকীয়া পত্র: দি ”আনটাইটেলড ডকুমেন্ট” শিরোনামে গত ১০ ই ডিসেম্বর, ২০১১ তারিখে যেটি ইতিমধ্যেই অনেক উংসাহি ব্লগারের দৃষ্টি আকর্ষন করেছে এবং করছে (১৭৬৪ বার পঠিত,৫৮ টি মন্তব্য) আমরা অনেক আশা নিয়ে কমেন্ট করি একজন প্রতিষ্ঠিত ব্লগারের পোষ্টে সংশ্লিষ্ট বিষয়ে উনার দৃষ্টিভঙ্গি জানার জন্য কিন্তু মজার ব্যাপার হল এই এক সপ্তাহে ৫৮ টি মন্তব্যের কোনটিতেই উনি রেসপন্স করেননি, হতে পারে ৫৮ টি মন্তব্যের কোনটিই হয়ত উনার কাছে মানসম্মত মনে হয়নি কিংবা ভিন্ন কোন কারনে রেসপন্স করেননি......যা তিনি করতেই পারেন। তবে আমার কাছে মনে হয়েছে সামুতে উনি "পরকীয়া পত্র: দি ”আনটাইটেলড ডকুমেন্ট” নামের রঙ্গমঞ্চ টি তৈরি করে দর্শকসহ বসে কুটি কুটি হাসছেন আর আমরা একেকজন ব্লগার কমেন্ট সহ ছোট ছোট অভিনয় করে যাচ্ছি। ব্লগার আইরিন সুলতানার প্রতি শ্রদ্ধা রেখেই কথা গুলি বললাম,আশাকরি মডারেশন প্যানেলে যারা আছেন তারাও এটিকে একটি সাধারন পোষ্ট হিসাবে যৌক্তিক দৃষ্টি-কোন থেকেই দেখবেন। কান্টি টুটুল ১৬ই ডিসেম্বর, ২০১১  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.