আমার এই পথ চলাতেই আনন্দ... সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের ভেতরে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ব্যানার, ফেস্টুন সাঁটায়। তবে গতকাল রাতে বিএনপির অধিকাংশ ব্যানার ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলে। ব্যানার-ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে সকাল পৌনে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে থেকে বের হওয়া আগ মুহূর্তে স্মৃতিসৌধের ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রধানমন্ত্রী রাজধানীর উদ্দেশে স্মৃতিসৌধ ত্যাগ করেন। আশুলিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুত্র-http://www.prothom-alo.com/detail/date/2011-12-16/news/209220
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।