জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের নেতাকর্মীরা।
আজ রবিবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে দলের বেশিরভাগ সংসদ সদস্য স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন না দলের চেয়ারম্যান ও সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।দুপুর ১টার দিকে জাতীয় পার্টির সংসদীয় দল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ও শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে।
জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ গুলশানে রওশন এরশাদের বাসার নিচে উপস্থিত সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন।
এর আগে ১৫ জানুয়ারি সংসদীয় দলের সভায় স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল জাতীয় পার্টির প্রতিনিধি দলের। দলের চেয়ারম্যানের নির্দেশে ওই কর্মসূচি বাতিল হয় বলে জানায় দলটির নির্ভরযোগ্য সূত্র। তবে আজ আর কর্মসূচি বাতিল হয়নি, বরং চেয়ারম্যানকে ছাড়াই দলের অন্যরা স্মৃতিসৌধে গেছেন।
এরও আগে ১৪ জানুয়ারি রওশনের নেতৃত্বে এরশাদকে ছাড়া জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।