জাতীয় স্মৃতিসৌধের সামনে অনেক গাড়ী থাকে। কাল দেখলাম সাজানো বরের গাড়ী। মেরুন শেরওয়ানী পরা বর, হাতে রাখী। সংগে বরযাত্রী। পরে দেখলাম দলে দলে সাজপোষাক পরা আরো বরযাত্রী।
জিজ্গেস করে জানলাম ফরিদপুর থেকে এসেছে। মোহাম্মদপুরে বি্য়ে হবে। এমন যাত্রায় সবাইকে নি্য়ে গাড়ী-বাস থামিয়ে জাতীয় স্মৃতিসৌধ দেখানো খুবই ভালো লাগলো। এমন জায়গা না দেখার অপূর্ণ সাধ কতজনের পূর্ণ হলো। সবাই এমন গাড়ী থামাতো না।
কনের হয়তো একটু বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। বরকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।