আমাদের কথা খুঁজে নিন

   

প্যাকেটে মোড়া স্বাধীনতা

ওয়াসিকুজ্জামান অনি Tuesday, December 13, 2011 মনিহারি দোকানের লাল সবুজের মসৃন প্যাকেটে রাখা রাশী রাশী বহুমূল্য বাসমতি আর কালোজীরে চালের ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তোল তুমি, সাথে মাছ মাংসের বাহারি পদ আর সবশেষে ডেসার্ট, আহ কি তোফা লাঞ্চ কিংবা ডিনার হলো কিন্তু কখোন ভেবে দেখোনি সে চালের ধান ফলাতে কত মজদুর ঘাম ঝরিয়েছে, মাটির বুকে পেশীর জোরে লাঙ্গল চালিয়েছে খেয়ে দুটো ক্ষুদ কুড়ো, তাদের ছনের ছাউনি দিয়ে অবলিলায় উঁকি দেয় চাঁদ সুর্য্য এমনকি বৃষ্টির পানি, তার ছেলেটা না খেতে পেয়ে অপুষ্টির বিশাল উদর নিয়ে ঘ্যান ঘ্যান করে, ছেড়া তেনায় তার বউ ঢাকে জিরজিরে শরীরটা, কই কখোনত ভেবে দেখোনি? কখোন তাঁদের মনে রাখনি? স্বাধীনতাও আজ যেন তেমন এক লালসবুজে মোড়া বহুমূল্য প্যাকেটে ভরা ফসল, যারা স্বাধীনতার হাল ধরেছিলো, ঘাম রক্ত সম্ভ্রমের মুল্যে কিনেছিল স্বাধীনতা, আজ তাঁদের বেমালুম ভুলে গিয়ে সেই ফসলে তিনবেলা খাও পোলাও কোর্মা, সভা সমিতি আর রাজনৈতিক সভায় স্বাধীনতার ঝোল নিয়ে নাও নিজ কোলে। স্বাধীনতার চাষীরা ঝরে গিয়েছে কত অবহেলায় আর বঞ্চনায়, তাঁদের খবরে তোমাদের কি এসে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।