আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেটের প্যাকেটে ক্ষতিকারক ছবিসহ সতর্কবাণী কেন নয়: হাইকোর্টের রুল

সিগারেটের প্যাকেটের অর্ধেক জুড়ে ক্ষতিকারক ছবিসহ সতর্কবাণী প্রচারের জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহম্মদ এবং বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এর কারণ জানাতে বলা হয়েছে। বেসরকারি সংগঠন সেভ দ্য রুরাল ডেভ. এসোসিয়েশনের পক্ষে এডভোকেট মু.আ.র.মুরাদ ভুঁইয়া আজ এই রিট দায়ের করেন। তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শাহজাদা-আল আমিন ।

রিটে স্বাস্থ্য সচিব, আইন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। শুনানিকালে রিটকারীর আইনজীবী বলেন, আন্তর্জাতিক ফেমুয়াল কনভেনশন অন টোবাকো কন্ট্রোল চুক্তি অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে এর ক্ষতিকারক ছবিসহ সতর্কবাণী থাকার কথা। কিন্তু আমাদের দেশে তা কার্যকর করা হচ্ছে না। এতে আইন লঙ্ঘনের পাশাপাশি জনসাধারণ ক্ষতিকর দিক বুঝতে পারছে না। অথচ ভারত, কানাডা ও থাইল্যান্ডসহ বিভিন্ন রাষ্ট্রে এ আইন কার্যকর রয়েছে।

আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.