মেয়াদ দেয়া আছে ২০১২ সালের ১৮ মার্চ পর্যন্ত অথচ সেজান নামের ক্ল্যাসিক ম্যাংগো জুসের প্যাকেটের ভেতরে পাওয়া গেছে কেঁচো আকৃতির বস্তু। পটুয়াখালীর বাউফল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ইউসুফ মিয়ার ছেলে সবুজ (২৪) বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয় বৃষ্টি কর্নার নামে একটি দোকান থেকে ২৫০ মিলি লিটারের একটি সেজান ক্ল্যাসিক ম্যাংগো জুস কেনেন। এরপর প্যাকেট খুলে জুস পান করার সময় ভেতর থেকে একটি কেঁচো আকৃতির বস্তু তার মুখের ভেতরে চলে আসে। বিষয়টি মুহূর্তের মধ্যে শহরে ছড়িয়ে পড়লে অনেক লোক ওই দোকানের সামনে জড়ো হয়। পরে তাদের সামনে দোকানে থাকা সেজানের আরও কয়েকটি জুসের প্যাকেট এনে খোলা হলে সেগুলোর ভেতরেও কেঁচো আকৃতির বস্তু পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে ওই বস্তুগুলো শ্যাওলা বলে দাবি করেন। সেজানের ম্যাংগো জুসের প্যাকেট গুলোর গায়ে উৎপাদনের তারিখ ১৯/৩/১১ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ১৮/০৩/১২ সাল পর্যন্ত। সেজান ম্যাংগো জুস নামে এ পণ্যটির নির্মাতা হাসেম ফুডস লিমিটেড, তুলাতলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বাজারজাত করেছে, সজিব কর্পোরেশন, ২ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।