আমাদের কথা খুঁজে নিন

   

প্যাকেটে কেন ধূমপানের কুফল সম্বলিত ছবি নয় কেন: হাইকোর্ট

বিড়ি-সিগারেটের প্যাকেটে ধূমপানের কুফল সম্বলিত ছবি কেন যুক্ত করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। স্বাস্থ্য সচিব, আইন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর জবাব দিতে আগামী চার সপ্তাহ সময় পেয়েছেন। তামাক বিরোধী আন্দোলনের এক কর্মী আরিফুর রহমান ভূঁইয়া রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আল আমিন কবির। আদেশের পর তিনি কে বলেন, "তামাকজাত পণ্য নিয়ে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ট্যোবাকো কন্ট্রোল নামে একটি আন্তর্জাতিক চুক্তি রয়েছে। বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।" "এর ১১ ধারা অনুসারে এ দেশে বাজারজাত করা সব সিগারেটের প্যাকেটে তামাকের ক্ষতিকর দিক সম্বলিত ছবি থাকতে হবে।" ছবি না দিয়ে শুধু লিখিত সতর্কবাণী নিরক্ষর লোকদের ওপর প্রভাব ফেলে না বলে মন্তব্য করেন আল আমিন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।