আমাদের কথা খুঁজে নিন

   

এতিমের টাকা এতিম খাইছে, খালেদার বিরুদ্ধে মামলা চলবে

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। মতিনিউজ টোয়েন্টিফোর ডটকম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের আর্থিক অনিয়মের মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলা চলতে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলা বাতিলে সাবেক প্রধানমন্ত্রীর আবেদনের শুনানি শেষে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ বুধবার এই রায় দেয়।

আদালত রায়ে বলেন, এতিমের টিয়াহুইসা লই ছুদুরবুদুর ছইলত ন। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ মামলা হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট সাত জনকে। ২০০৯ সালের ৫ অগাস্ট অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, “নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না।

এইবার দেখাব তামশা। ” খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “আদালতে আমরা শুনানিতে বলেছি, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ হয় নাই। কোনো কাগজপত্রে দুদক বা রাষ্ট্রপক্ষ দেখাতে পারে নাই যে, খালেদা জিয়া টাকা স্থানান্তরে কোনো চেকে সই করেছেন বা অনুমোদন দিয়েছেন। খালেদা জিয়াকে যদি সই করে টাকা মারতে হত, তাহলে এতদিনে তাঁর হাত ব্যাথা হয়ে যেত। ” এরপরও আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে মামলা বাতিলের আবেদন খারিজ করেছে উল্লেখ করে মাহবুব উদ্দিন বলেন, “ন্যায় বিচার পেতে খালেদা জিয়া আপিল বিভাগে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

” ব্যারিষ্টার খোকন আবেগজড়ানো কণ্ঠে বলেন, “আপনারা সবাই জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দুটি কচি শিশু নিয়ে মেডামকে যুবতী বয়সে কত কষ্ট করতে হয়েছে। তারপরও আপনারা তাঁর উপর এই জুলুম করছেন। ” ব্যারিষ্টার খোকন দাবি করেন, শহীদ জিয়ার পুত্র তারেক জিয়া একজন এতিম। খালেদা জিয়ার অপর সন্তান আরাফাত কোকোকেও টেকনিকালি এতিম বলা যায়। তারা এতিমখানার টাকা নিয়ে থাকলে, এতিমের টাকা এতিমই নিয়েছে, এ নিয়ে এত হইচই করার কি আছে? তিনি বলেন, “এতিমের মাল এতিম খেয়েছে, যেমন এতিমে খায়, তাই বলে এতিমরে কামড়ান সে কি হাইকুটের শোভা পায়?” এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন।

সূত্র :দৈনিক মতিকণ্ঠ। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।