সৃষ্টি জগতে মানুষ এতিম হয়ে জন্মগ্রহণ করে না। প্রতিটি শিশুরই নির্দিষ্ট পিতা মাতা আছে। ভাগ্যের নির্মম পরিহাসে অল্প বয়সে তারা তাদের মা অথবা বাবা অথবা উভয়কেই হারায়। এই হারানোর পেছনে তাদের কোন হাত নেই। অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্থ।
তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। যে কারণে বা যাদের কারণে তাদের এতিম হতে হয় তারা কি ভেবে দেখে কখনও তার নিজের ছেলেমেয়ে বা পরিবারের দিকে তাকিয়ে। চলুন আমরা সম্মিলিতভাবে এতিমদের সহায়তা করতে আঙ্গীকারবদ্ধ হয়ে নিজেকে এতিমের পাশে দাঁড় করাই। অসহায়দের সহায় হয়ে নিজেকে, দেশকে বা জাতিকে কিছুটা দায়মুক্ত করি।
আমি ব্যক্তিগতভাবে এতিমদের জন্য কিছু করতে চাই।
এজন্য আপনাদের পরামর্শ প্রয়োজন। আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান পরামর্শ দিয়ে কৃতার্থ করিবেন। আমি নিয়মিতভাবে এতিমদের জন্য আমার মতামতসহ কি করতে চাই তা তুলে ধরব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।