আমাদের কথা খুঁজে নিন

   

এতিমের ইফতার শেরাটনে প্রর্দশন-বিজ্ঞাপন নাকি গরিবের প্রতি উপহাস

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

গতকাল মিরপুরের এক এতিম খানার বাচ্চাদের হোটেল শেরাটনে ইফতার পার্টি দেয়া হল। সকল এতিম বালক বিস্ময় আর স্বপ্নময় একটি দিন অতিবাহিত করল, তাদের কাছে এ স্বপ্ন আজকেও স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু কেন এ স্বপ্ন বাস্তব মনে হল না। এর কারন কি কেউ বলতে পারেন, না পারেন না, বলতে পারেন না, সে সমস্ত দাতারা যারা তাদের এ স্বপ্নময় ভোজনে সহেযোগিতা করলেন, কিভাবে বলবেন তারা তো জানেনই না সারাবছর এরা কি খেয়ে বেঁচে থাকে। আর এ সমস্ত বাচ্চাদের কাছে একদিন পরই কেনই বা স্বপ্ন মনে হতে লাগল সে পার্টি, এর মাত্র কারন - একটি স্বপ্নময় ভোজন শেষে আবারও আপনি যখন পান্তা ভাতে দুটো শুটকো কাচা মরিচের হাড়গোড় দেখতে পাবেন, তখন সেই সকল চিকেন- মাটনের স্বাদ স্বপ্নই মনে হবে। আর তাই অনুরোধ যারা এ সমস্ত আভিজাত্যের জগতের বাসিন্দা তাদের বলতে চাই একটি রাজা বানিয়ে এদের সারা বছরের কষ্টকে দির্ঘায়িত করবেন না।

কারন তাহলে এই একদিনের জন্য, এই একদিনে সেই খাবারের জন্য এরা সারাটা বছর বসে থাকে অপেক্ষায়, আর নুন পান্তা খেতে খেতে এদের পেটে স্তর পড়ে যায়। তাই দোহাই, অনুরোধ যে অর্থ দিয়ে এই একদিনের পার্টির আয়োজন সেই টাকা দিয়ে এরা সারা বছর মোটামুটি ভাল মন্দ খেয়ে বাচতে পারবে, তাই এদের সারা বছরের খাবারের ব্যবস্থা করেন। এতে হয়তো আপনার বা আপনাদের প্রভুদের বিজ্ঞাপন-প্রদর্শন হয়তো হবে না। তবে মানবতার প্রতি আপনারা একদিনের যে অপমান করেন তা হয়তো লাঘব হবে। একটি দিনের জন্য ৩৬৫ দিনের যে কঠিন মর্মান্ত প্রতিক্ষা তার হয়ত অবসান হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।