আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কিনেই ফেললাম... দোয়া কইরেন....

joker never smile! বীজ বপন হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ঢালে রিক্সায়, আমার মামাতো ভাইকে ঢাকার নামকরা!! জামে বসে বললাম সাইকেল একটা কিনতেই হবে তার পরের দিনই শবে বরাতের দিন/আগের দিন আমার ভাই সাইকেল কিনে ফেলল!! এর পরে ওর সাইকেল চালিয়ে মনে সাইকেল কেনার ইচ্ছা আরও বারল কিন্তু ঐ পর্যন্তই এর পরে সাইকেল কেনার ইচ্ছা আর তেমন রইলনা..এর পরে একদিন ব্লগার এিশোনকু ভাই পোস্ট করল ক্রিটিক্যাল মাস-২ নিয়ে শেখানে আমার কমেন্ট ছিল ভাই আমি অনেক আগে থেকেই সাইকেল কিনতে চাচ্ছি কিন্তু বাসা থেকে রাজি হয়না.....এর কারণ তাদের ধারনা সাইকেল চালালে জন্ডিস হবে আর এ্যাকসিডেন্ট হবে ......আচ্ছা ভাল মানের সাইকেল এর কোম্পানির নাম বলেনতো ভাই ....দাম তো ৫০০০-৭০০০ এর মাঝে হবে কিন্তু দেখতে সুন্দর এবং সার্ভিস ভাল দেবে... এর পরে উনি মন্তব্য একটি ফেসবুক লিন্ক দিলেন যেটা এখন আমার ফেসবুক চালানোর সিংহ ভাগ সময় কেড়ে নিচ্ছে সেটা হল বিডিসাইক্লিস্ট http://www.facebook.com/groups/bdcyclists/ ...এখানে আমি জানতে পারলাম সাইকেলের দাম যে এত হতে পারে!! + সাইকেল সম্পর্কে আমার ধ্যান ধারণাই বদলে গেল..যে আমি ৫০০০-৭০০০ টাকার একপয়সা সাইকেল কিনতে চাইতাম না সে আমিই একলাফে ৩৮০০০-৪০০০০ টাকার সাইকেল কেনার দিবা-স্বপ্ন করতে লাগলাম...পরে আমার সব পুজি ১৬,৫০০ টাকা দিয়ে ফরম্যাট ulo৩০ কিনতে চাইলাম পরে মেরিডা ওরিয়র৩০০ সহ কত কি যে কিনতে মন চাইল যে আমি ভারতীয় সাইকেল জিবনেও কিনব না বলে মন স্থির করেছিলাম সে আমিও হিরো র‌্যান্জার ম্যাক্স কিনতে চাইলাম...পরে না হলেও ৪-৫ বিডিসাইক্লিস্ট সহ বিভিন্ন জায়গায় পোস্ট করলাম কোন সাইলেম কিনব তা নিয়ে...এর পরে পরশু একজন পোস্ট করল আমাদের দেশি মেঘনা সাইকেল বাজারে ছেরেছে যার দামও ৬০০০ এর মধ্য পরে সিদ্ধান্ত নিলাম এটাই কিনব কিন্তু যখন হাইব্রিড socitt দেখলাম আবার সিদ্ধান্ত নিলাম ১০৫০০ দিয়ে এটাই কিনব আজকে এ জন্য ১০৫০০ টাকা নিয়ে বংশাল গেলাম গিয়ে আমার ভাই বলল যেহেতু আমি নতুন রোড সাইকেল আমার জন্য ভাল হবে না পরে শেষে দেশি পণ্য কিনে হোন ধন্য এই শ্লোগান মাথায় নিয়ে মেঘনা সাইকেল এর সাইকেল কিনলাম...এখন আমি বিজয় রাইড জয়েন করার চিন্তায় মগ্ন Click This Link ....সবাই দোয়া কইরেন যাতে ভাল ভাবে কোন ধরনের দুর্ঘটনা ছারা সাইকেল চালাতে পারি...আর শেষে একটু আতলামি টাইপ কিন্তু ভাল কথা বলি...আসুন আমরা সবুজ ঢাকা গড়ি ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।