জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... আজকে ১৪ই ডিসেম্বর। এই একদিনে উনি পোস্ট প্রসব করেছেন ৭টি। তাও যদি কোন গুরত্বপূর্ন পোস্ট হতো মানা যেতো। দেখুন পোস্টের নমুনা - ১. বাকযুদ্ধে হটগার্ল খ্যাত কাশমিরা শাহ ও উর্বসি ঢোলাকিয়া। ২. ফেসবুক কীবোর্ড শর্টকাট, ফেসবুক চ্যাট টিপ, ফেসবুক বুকমারকিং টিপ ৩. শেহবাগকে নতুন ভিডিও উৎসর্গ করলেন পূনম পান্ডে১৮+++ (রিপোস্ট) ৪. ভিনা মালিকের থলির বিড়াল আউট১৮+++(পুনরায় রিপোস্ট) ৫. শাহরুখের প্রতি আমার বিশেষ কোন দুর্বলতা নেই ৬. সূক্ষ্মভাবে শাহরুখকে তিরস্কার ৭. ভিনা মালিকের থলির বিড়াল ১৮+++( রিপোস্ট) ডিসেম্বরে উনার সর্বমোট পোস্ট - ৩৪টি। মডারেটররা আশা করি বেছে আছেন। না থাকলে আমাকে ৫মিনিটের জন্য মডু বানান। ৫টা ডিম পাড়া মুরগী ফ্রাই হবে কনফার্ম যারা গত দুইমাস ধরে কক কক করে মেজাজ খারাপ করে ফেলছে। উনার লিংক - http://www.somewhereinblog.net/blog/mjzinnat সবাই এই ছাগলটাকে রিপোর্ট করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।