আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন চুরি করে ব্লগে বসি, লিখি চুরি করে দুই দুটা পাহারাদার, বসা আমার ঘরে আমি নাকি দুষ্টু ভীষণ, মস্ত ফাঁকিবাজ ব্লগে ব্যারামের জন্য বাবা, আনে কবিরাজ কাজের ছেরি ট্যারা চোখে, আমায় ফলো করে পট পটাপট বলে দেবে, আব্বু এলে ঘরে রুটি বেলার বেলুন নিয়ে, আম্মু দেখায় ভয় পরীক্ষাতে গোল্লা পাবে, আব্বু রেগে কয় আশির নিচে নম্বর পেলে, আছে অনেক ফাইন ঘরের ভেতর এসব নিয়ে, হচ্ছে কত আইন এত কিছুর পরেও যখন, ছড়া লিখি রোজ কী ঘটে যে ঘরের ভেতর, কেউ রাখো না খোঁজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।