আমাদের কথা খুঁজে নিন

   

মর্মান্তিক!

মাথা ন্যাড়া করার সময় ব্লেড মাথায় ঢুকে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবপুর গ্রামে শনিবার সকালে এ ঘটনায় শিশুটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। তার নাম প্রিয়াংকা। সে ওই এলাকার কাঠমিস্ত্রি শ্যামল চন্দ্র হালদারের মেয়ে। জানা গেছে, মা সীমা রায় শনিবার সকালে ব্লেড দিয়ে প্রিয়াংকার মাথার চুল ন্যাড়া করছিল।

এ সময় অসাবধানতাবশত ব্লেড শিশুটির মাথায় ঢুকে যায়। এতে রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, ব্লেডের আঘাতে প্রিয়াংকার মাথার রগ কেটে যায়। হাসপাতালে আনার আগেই শরীরের ৬০ ভাগ রক্ত পড়ে গেছে। রক্ত শূন্যতায় তার মৃত্যু ঘটেছে।

আমার ছেলের মাথার চুল কাটতে গিয়ে মাথার ছাল উঠে গেছে কয়েকবার। আসলে বাচ্চাদের মাথার চুল কাটা অত্যন্ত্য দক্ষতার প্রয়োজন। মাহিলাদের থেকে পুরুষরা ব্লেড টানায় দক্ষতা অর্জন করে থাকে। কারন পুরুষরা দাড়ি সেভ করতে করতে ব্লেড চালনায় দক্ষ হয়ে থাকেন। আমার স্ত্রী ভয়েও কখনো ছেলেদের মাথার চুলে হাত দেন না।

আমাদের সকলের সাবধান হওয়া উচিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।